একদিনে ৯১৯ জন করোনা আক্রান্তের মৃত্যু, বাড়ছে সংক্রমণ

একদিনে ৯১৯ জন করোনা আক্রান্তের মৃত্যু, বাড়ছে সংক্রমণ

রোম: ইতালিতে ক্রমেই বাড়ছে করোনায় মৃতের সংখ্যা৷  করোনা আক্রান্তের জেরে ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে৷ গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৯১৯ জনের মৃত্যু হয়েছে৷ ইতালিতে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে৷  এক দিনে একই দেশে করোনায় এত মৃত্যু হয়নি৷ ২১ মার্চ ইতালিতে ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল৷ সেটাই সর্বাধিক বলে জানা গিয়েছে৷

শুক্রবার ইতালি প্রশাসনের তরফে জানানো হয়েছে,  ১০ হাজারের বেশি মানুষ করোনায় সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে৷ ৩,৭৩২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ অন্য দিকে আমেরিকায় হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ আমেরিকায় আক্রান্তের সংখ্যা চিনকেও ছাড়িয়ে গিয়েছে৷ আমেরিকায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার৷ ১,২৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ নিউ ইয়র্কে করোনায় সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ নিউ  ইয়র্কে প্রায় ৩৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন৷ ৪৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আমেরিকায় ৮০ শতাংশ করোনা আক্রান্তের মৃদু উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে৷

অন্য দিকে, ব্রিটেনর স্বাস্থ্যমন্ত্রী আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন৷ এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যসচিব করোনায় আক্রান্ত হলেন৷ ব্রিটেনে ব্রিটেন জুড়ে ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত। তার মধ্যে ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশের এই কঠিন পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে তিনি কাজকর্ম সারবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই ব্রিটেনে জারি হয়েছে লকডাউন। ব্রিটেনেও তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । তিনি সোমবার লন্ডনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেওয়ার সময় একথা ঘোষণা করেন।

বরিস জনসন জানিয়েছেন, এই লকডাউন চলাকালীন একবার ব্যায়াম, জরুরি পণ্যসামগ্রী ও ওষুধ কেনা ছাড়া কেউ আর ঘরের বাইরে পা রাখতে পারবে না। একসঙ্গে দু’জনের বেশি কোথাও জমায়েত করা যাবে না। আইন ভঙ্গকারীদের শাস্তির কথাও বলেছেন৷ সেক্ষেত্রে জরিমানা হবে ৩০ পাউন্ড । কেউ নির্দেশ না মানলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *