রোম: করোনা ভাইরাসের জেড়ে তছনছ হয় গেছে ইতালি। বুধবার পর্যন্ত ইতালিতে ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ইতালি প্রথম করোনার প্রতিষেধক দাবি করল। মৃত্যপুরী ইতালির একদল গবেষক দাবি করেছেন, প্রথমে তাঁরা একটি প্রতিষেধক গবেষণামূলকভাবে ইঁদুরের শরীরে প্রয়োগ করেন। জানা গিয়েছে, ওই প্রতিষেধক মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। রোমের স্পালানজলি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছেন বলে তাঁরা দাবি করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, প্রতিষেধক ইঁদুরের শরীরে কাজ করতে সক্ষম হয়েছে। এই প্রতিষেধক মানুষের শরীরেও কাজ করতে সক্ষম হবে। এই রিপোর্ট প্রকাশ পাওয়া পরেই নড়েচড়ে বসেছে বিশেষজ্ঞ মহল। গোটা দুনিয়া আশায় বুক বাঁধতে শুরু করেছেন।
সায়েন্স টাইমস ম্যাগাজিনে ইতালির গবেষকরা জানিয়েছেন, ইঁদুরের দেহে তৈরি অ্যান্টিবডি মানুষের শরীরেও কাজ করছে। ইঁদুরের শরীরে তৈরি অ্যান্টিবডি মানুষের শরীরে করোনাভাইরাসকে নিষ্ক্রীয় করতে কাজ করছে। ভ্যাকসিনটির ভ্যাকসিনটি বাজারে আনছে ইতালির শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) লুইগি আরিসিচিও জানান, এই প্রতিষেধকই সবচেয়ে উন্নত। এটিই বিশ্বের প্রথম ভ্যাকসিন যা মানুষের শরীর থেকে করোনাভাইরাসকে দূরে রাখতে সক্ষম। গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে৷