আশার আলো দেখাচ্ছে ইতালি, করোনা প্রতিষেধক আবিষ্কারের দাবি গবেষকদের

আশার আলো দেখাচ্ছে ইতালি, করোনা প্রতিষেধক আবিষ্কারের দাবি গবেষকদের

রোম:  সারা বিশ্বজুড়ে চলছে মারণ করোনার তাণ্ডব৷ করোনার করাল গ্রাসে যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে ইতালি৷ ওয়ার্ল্ডোমিটারের হিসেব অনুযায়ী, বুধবার পর্যন্ত সে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ সারা বিশ্ব যখন মরিয়া হয়ে করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে, তখন আশার আলো দেখাল সেই ইতালি৷ সফল ভাবে বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক আবিষ্কারের দাবি জানালেন সে দেশের গবেষকরা৷

রোমের স্প্যালানজানি হাসপাতালের বিশেষজ্ঞরা এই প্রতিষেধকটি আবিষ্কার করেছেন৷ গবেষকরা জানিয়েছেন, ইঁদুরের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি করার পর সেটি মানব কোষেও কাজ করেছে। সায়েন্স টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ইতালির গবেষকরা জানিয়েছেন,  ইঁদুরের শরীরে এই প্রতিষেধক দারুণভাবে সফল হয়েছে৷ একবার প্রতিষেধক দেওয়ার পরেই ইঁদুরের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে৷ পরে ইঁদুরের শরীরে ভাইরাস ঢোকানো হলে, ওই অ্যান্টিবডি ভাইরাসকে প্রতিরোধ করে৷ শীঘ্রই ইতালির শীর্ষ ফার্মাসিটিক্যাল সংস্থা ‘টাকিস’ করোনাভাইরাসের এই  প্রতিষেধকটি  বাজারে আনতে চলেছে বলে খবর৷ 

‘টাকিস’-এর সিইও লুইগি আরিসিচিও জানান, এটিই কোভিড-১৯ এর সবচেয়ে উন্নত এবং কার্যকরী প্রতিষেধক। সেইসঙ্গে এটিই বিশ্বের প্রথম প্রতিষেধক যা মানব দেহে করোনাভাইরাস নিষ্ক্রিয় করতে সক্ষম। তিনি জানান, এই প্রতিষেধক নিয়ে শেষ পর্যায়ের গবেষণার কাজ চলছে৷ 

চিনের পর ইতালিতেই সবচেয়ে ব্যাপক হারে করোনা ছড়িয়েছিল। তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ইতালিতে সংক্রমণের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কম৷। পাশাপাশি ইতালিতে করোনা আক্রান্তদের মৃত্যুর হারও কমছে। বর্তমানে সে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৩ হাজারের কিছু বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seventeen =