বেজিং: নভেল করোনাভাইরাসে জেরবার চিন। তার সঙ্গে চিনে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশের কৃষি মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে চিনের দক্ষিণে একটি খামারে সোয়াইন ফ্লু-এর উপস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। ওই খামারে প্রায় আট হাজার মুরগি রয়েছে বলে জানা গিয়েছে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ওই খামারে অর্ধেকের বেশি মুরগি মারা গিয়েছে বলে জানা গিয়েছে। সোয়াইন ফ্লুর জেরে চিন প্রশাসন এখনও পর্যন্ত ১৭ হাজা ৮২৮টি মুরগি মেরে ফেলেছে বলে জানা গিয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানে একটি খামারে দ্রুত ছড়াতে এইচ৫এন৮ নামে ভিন্ন এক ধরনের ভাইরাস সম্প্রতি ইউরোপের পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে।২০১৩ সালে চিনে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কারণে দেশটি ৬৫০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয় বলে জাতিসংঘের বিশেষজ্ঞদের মত। বর্তমানে চিনে করোনা ভাইরাসের জেরে মহামারী দেখা দিয়েছে। এখনও পর্যন্ত এই ভাইরাসে সংক্রমিত হয়ে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১৪ হাজারেরও বেশি মানুষ।পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন দ্রুত তৎপর না হওয়ায় শুক্রবার উহানের কমিউনিস্ট পার্টির নেতারা দুঃখপ্রকাশ করেছেন।
এই প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসাবে ঘোষণা করলেও আন্তর্জাতিক বাণিজ্যে বা ভ্রমণে নিষেধাজ্ঞার সুপারিশ করেনি। সংক্রমণ থামাতে চিনের বিভিন্ন শহরেও নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উত্তর চিনের দেড় কোটি বাসিন্দার তিয়ানজিন শহরের সব স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এদিকে ভাইরাস ঠেকাতে হুবেই ও উহানের বাসিন্দাদের অবরুদ্ধ করে রাখার সমালোচনা করেছে ব্রিটেন ভিত্তিক চিনের একটি মানবাধিকার সংস্থা। লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করা ও ২০০র বেশি প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীন সরকারের কর্মকাণ্ডে কোনোভাবেই মানবাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে না বলে তারা দাবি করেছে।