গাজায় আরও এক জঙ্গিগোষ্ঠী! ‘স্বীকৃতি’ দিয়ে হাসপাতাল হামলার দায় চাপালো ইজরায়েল

গাজায় আরও এক জঙ্গিগোষ্ঠী! ‘স্বীকৃতি’ দিয়ে হাসপাতাল হামলার দায় চাপালো ইজরায়েল

israel

গাজা: হামাস-ইজরায়েল যুদ্ধ অন্য মোড় নিয়ে নিয়েছে এক হাসপাতালে হামলা হওয়ার পর। ওই হাসপাতালে আকাশ পথে হামলা চালানো হয় এবং তাতে ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এই মুহূর্তে জানা গিয়েছে। হামাসের অভিযোগ, ওই হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। কিন্তু পাল্টা তেল আভিভ-এর দাবি, এই হামলার নেপথ্যে হামাস নেই, রয়েছে প্যালেস্টাইনেরই এক অন্য জঙ্গি গোষ্ঠী। কারা তারা, তা নিয়ে এখন চর্চা। 

গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলা চালানোর জন্য ইজরায়েল দোষ চাপিয়েছে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বা পিআইজি গোষ্ঠীর অপর। সংগঠনটি কয়েক দশক পুরনো হলেও এই প্রথমবার সরকারি তাদের ওপর দোষ চাপালো ইজরায়েল। দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তো বটেই, ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূতও এই সংগঠনকে গাজার হাসপাতালে হামলার পিছনে দায়ী করেছেন। কিন্তু এই সংগঠনের ইতিহাস কী? কেন হামাসকে ছেড়ে তাদের ওপর দোষ চাপালো ইজরায়েল? তা জানতে গেলে ইতিহাস ঘাঁটতে হবে। 

আসলে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বা পিআইজি-র সঙ্গে হামাসের কিছু ক্ষেত্রে মিল থাকলেও বহু ক্ষেত্রে নেই। দুই গোষ্ঠীর প্রধান মিল হল, তারা ইজরায়েলের বিরোধিতা করে। কিন্তু হামাস শুধু যে সশস্ত্র লড়াই চালায় তা নয়, গাজায় একাধিক রাজনৈতিক এবং সামাজিক কাজও করে। রাজনৈতিকভাবেও তারা সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। কিন্তু পিআইজি-র মূল উদ্দেশ্য ইজরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা। অন্যদিকে এই দুই গোষ্ঠীর জন্মও ভিন্ন কারণে। প্রথমে মিশরের মুসলিম ব্রাদারহুডের শাখা হিসাবে ১৯৮৭ সালে আত্মপ্রকাশ করে হামাস। পরবর্তী সময়ে, মুসলিম ব্রাদারহুড প্যালেস্টিনীয় সঙ্কটের মোকাবিলা করতে ব্যর্থ, এমনটা ধরে নিয়েই আত্মপ্রকাশ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *