নয়াদিল্লি: সন্ত্রাস ইস্যুতে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন লেখিকা তসলিমা নাসরিন৷ হাসিনার বিরুদ্ধে বেনজরির ভাবে ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খোলেন লেখিকা৷
সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়ে তসলিমা নাসরিন লিখেছেন, ‘‘হাসিনা মাদ্রসা ও মসজিদ নির্মাণ করে মানুষকে ইসলামিক জীবন যাপনে উদ্বুদ্ধ করলেন৷ আর তার ফলে সাধারন মানুষ ধর্ম প্রাণ মুসলিম হল৷ কিছু মানুষ সন্ত্রাসী হল। প্রগতিশীল মানুষদের তাঁরা হত্যা করল৷ যখন অনেক মানুষ এই সকল সন্ত্রাসবাদিদের হাতে প্রাণ হারালেন, তখন সমগ্র বিশ্ব হাসিনার সমালোচনা শুরু করল৷ এর পর হাসিনা পুলিশ দিয়ে সন্ত্রাসবাদীদের হত্যা করলেন এবং জানালেন যে এনকাউন্টারে সন্ত্রাসবাদীদের মৃত্যু হয়েছে৷’’
Hasina builds madrasas&mosques&encourages ppl to hv an Islamic way of life. As a result, ppl become Islamists,some becom terrorists.They kill progressive ppl.When too many get killed&world criticises Hasina,Hasina sends police to kill terrorists&says they get killed in encounters
— taslima nasreen (@taslimanasreen) April 28, 2019
ইসলামের সঙ্গে লেখিকা তসলিমা নাসরিনের বিরোধ নতুন কিছু নয়। দীর্ঘ দিন ধরেই ইসলাম ধর্ম এবং ওই ধর্মের মৌলবাদিদের বিরুদ্ধে মুখ খুলেছেন লজ্জার লেখিকা। মূলত সেই কারণের জন্যেই বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল তাঁকে। ঠাঁই মেলেনি শহর কলকাতাতেও৷ পরে, কেন্দ্রের হাত ধরে ভারতে থাকার ব্যবস্থা করা হয়৷