এবার চলন্ত বাসে বিস্ফোরণ ঘটনালো আইসিস

ইরাকের মাটিতে হামলা চালালো ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইসিস৷ শিয়া যোদ্ধাদের একটি বাসে বিস্ফোরণে ছয় জন শিয়া সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে জখম হয়েছেন আরও ৩১ জন যোদ্ধা। জানা গিয়েছে, বুধবার রাতের দিকে মসুল শহরের দক্ষিণে মাখমৌর এলাকা থেকে কিরকুকের দিকে যাচ্ছিল। তখনই ওই বাসে বিস্ফোরণ ঘটানো হয়। শিয়া সৈন্য

a63b366cbd30d6c2da4777f6ee899e4e

এবার চলন্ত বাসে বিস্ফোরণ ঘটনালো আইসিস

ইরাকের মাটিতে হামলা চালালো ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইসিস৷ শিয়া যোদ্ধাদের একটি বাসে বিস্ফোরণে ছয় জন শিয়া সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে জখম হয়েছেন আরও ৩১ জন যোদ্ধা।

জানা গিয়েছে, বুধবার রাতের দিকে মসুল শহরের দক্ষিণে মাখমৌর এলাকা থেকে কিরকুকের দিকে যাচ্ছিল। তখনই ওই বাসে বিস্ফোরণ ঘটানো হয়। শিয়া সৈন্য বোঝাই বাসটিতে হামলার দায় স্বীকার করে নিয়েছে আইসিস। কিরকুক জায়গাটি খনিজ তেল সমৃদ্ধ একটি জায়গা। সেই এলাকায় বিস্ফোরণের ফলে বড়সড় রকমের অঘটন ঘটতে পারত।

২০১৭ সালে ইরাককে আইএস মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছিল ওই দেশের সরকার। দীর্ঘদিন লড়াইয়ের পরে এই সাফল্য এসেছে বলেও জানানো হয়েছিল বাগদাদের পক্ষ থেকে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী ফের ওই দেশে মাথাচাড়া দিচ্ছে আইএস? এই বিষয়ে ইরাকের এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন যে আইএস মুক্ত করা হলেও ইসলামিক স্টেটের কিছু স্লিপার সেল এখনও রয়ে গিয়েছে ইরাকে। তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *