আইএস যোগের কথা কবুল, কেরালা থেকে ধৃত যুবক

শ্রীলঙ্কা বিস্ফোরণের মূল পান্ডা তার অনুপ্রেরণা, এনআইএ’র জেরার সামনে কবুল করেছে সন্দেহভাজন আই এস সন্ত্রাসবাদী ধৃত রিয়াস। কেরালার রিয়াসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সামনে। শ্রীলঙ্কায় নারকীয় হত্যাকান্ড চালানো জাহারন হাশমীর প্রতিটা ভাষণের ভিডিও সে ‘ফলো’ করত বলেও জানিয়েছে রিয়াস। আর এরপরই সন্দেহভাজন আই এস সন্ত্রাসবাদী রিয়াসকে গ্রেফতার করে এনআইএ। এনআইএ’র জেরার সামনে

আইএস যোগের কথা কবুল, কেরালা থেকে ধৃত যুবক

শ্রীলঙ্কা বিস্ফোরণের মূল পান্ডা তার অনুপ্রেরণা, এনআইএ’র জেরার সামনে কবুল করেছে সন্দেহভাজন আই এস সন্ত্রাসবাদী ধৃত রিয়াস। কেরালার রিয়াসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সামনে।

শ্রীলঙ্কায় নারকীয় হত্যাকান্ড চালানো জাহারন হাশমীর প্রতিটা ভাষণের ভিডিও সে ‘ফলো’ করত বলেও জানিয়েছে রিয়াস। আর এরপরই সন্দেহভাজন আই এস সন্ত্রাসবাদী রিয়াসকে গ্রেফতার করে এনআইএ। এনআইএ’র জেরার সামনে ২৯ বছরের রিয়াস আবুবকর জানিয়েছে, আগামী দিনে কেরালার বুকেও ভয়াবহ হামলা চালানোর ছক কষেছিল তারা।

বারবার জাকির নায়কের ভিডিও শুনে তারা নিজেদের উদ্বুদ্ধ করত। তাকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই তল্লাশি অভিযানে নেমেছিল এনআইএ। তারপরই কেরালার ৩ সন্দেহভাজন আইএস সন্ত্রাসবাদীকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। শ্রীলঙ্কায় আইএস সন্ত্রাসবাদীদের সঙ্গেও যোগাযোগ ছিল রিয়াসের। এনআইএ’র জেরায় সে কথা স্বীকার করেছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে ভারত থেকে সিরিয়া গিয়ে দায়েশ (আইএস’র অন্য সংগঠন) এ যোগ দেয় রিয়াস সহ কয়েকজন। সেই তথ্য ছিল এনআইএ’র কাছে। এরপর শ্রীলঙ্কা বিস্ফোরণের সঙ্গে তাদের যোগ রয়েছে সন্দেহের পর এদের মধ্যে রিয়াসকে গ্রেফতার করে এনআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =