ঢাকা: এবার ভারতসহ বাংলাদেশে ‘লোন উলফ’ (একাকী শিকারি) হামলার পরিকল্পনা করেছে জঙ্গিরা। জঙ্গিদের প্রপাগান্ডা চ্যানেল বালাকোট মিডিয়া থেকে প্রকাশিত বাংলা ভাষায় লেখা একটি ম্যাগাজিনে এই হামলার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
জঙ্গিরা হামলার কলা-কৌশল ও কাদের টার্গেট করা হতে পারে তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে৷ জঙ্গিদের একটি প্রোপাগান্ডা চ্যানেল ম্যাগাজিনে ভারতকে প্রধান লক্ষ্যবস্তু করার পাশাপশি বাংলাদেশে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনসহ প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাকেও টার্গেটে রেখেছে তারা।
লোন উলফ হামলার হুমকিকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী রাজধানী ঢাকাসহ গোটাদেশে সতর্কতা জারি করেছে। রবিবার থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযানও। লোন উলফ ম্যাগাজিনের টার্গেট প্রসঙ্গে বাংলাদেশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন,‘আসলে লোন উলফের বক্তব্য বা স্লিপার সেলের কৌশল নিয়ে আগেও জঙ্গিরা বিভিন্ন হুমকি দিয়েছে। এখন নতুন করে সেই হুমকি আসার কারণে আমরা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। বাংলাদেশ পুলিসের বিভিন্ন ইউনিটকেও বিষয়টি অবহিত করে তাদের সজাগ থাকার কথা বলেছি।’