প্রচণ্ড জ্বর, নাক থেকে রক্তপাত! অজানা রোগের প্রাদুর্ভাব বাড়ছে

প্রচণ্ড জ্বর, নাক থেকে রক্তপাত! অজানা রোগের প্রাদুর্ভাব বাড়ছে

51637ac58b843cd66d9ec8d0bdd1b708

বাগদাদ: করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি এই রোগের সংক্রমণ বাড়ছে। এই দুই রোগের জ্বালায় আপাতত জর্জরিত সাধারণ মানুষ। তবে রক্ষে নেই এখনই। কারণ আরও এক অজানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। সম্প্রতি ইরাকে এই রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে।

আরও পড়ুন- ‘মহিলাদের মৃতদেহে পরিণত করেছে’, তালিবানি শাসনের বিরুদ্ধে ফের কড়া বার্তা মালালার

প্রচণ্ড জ্বর এবং নাক থেকে অনর্গল রক্তপাত, এই রোগের প্রাথমিক লক্ষণ। আর এই প্রচুর পরিমাণে রক্তপাতের ফলেই মৃত্যু হচ্ছে রোগীর! কিন্তু কী ভাবে বা কেন এই রক্তপাত হচ্ছে তা বোঝা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, ইতিমধ্যেই এই রোগের কারণে ইরাকে মৃত্যু হয়েছে ১৯ জনের। আরও বেশ কয়েক জন হাসপাতালে ভর্তি রয়েছে। একই সঙ্গে তারা এও জানিয়েছে, এটাও একটি ভাইরাস এবং প্রথমে একজন স্বাস্থ্যকর্মী এতে আক্রান্ত হন। কিন্তু কোথা থেকে এই ভাইরাস এসেছে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু চিকিৎসকরা পিপিই কিট পরেই কাজ করছেন। অনুমান করা হচ্ছে, কোনও কীটনাশক থেকে এই ভাইরাস ছড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নাম দিয়েছে ‘ক্রিমিয়ান-কঙ্গো হেমারেজিক ফিভার’। এখনও পর্যন্ত ইরাকে এই অসুখে আক্রান্ত হয়েছেন ১১১ জন। ‘হু’ বলছে, কোনও পতঙ্গ এই ভাইরাসের বাহক হতে পারে। তাদের থেকে দ্রুত ছড়াচ্ছে এই রোগ। কোনও ভাবে তারা এই কীটনাশক খাচ্ছে তারপর তারাই মানুষকে দংশন করছে। ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত বছরও কয়েক জন এই রোগে আক্রান্ত হয়েছিল বলে খবর। কিন্তু এখন এর বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *