সোলেমনির মৃত্যুতে ফুঁসছে ইরান, আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার

কাশেম সোলেমনির হত্যার বদ্ধপরিকর ইরান৷ তবে একবারে  এই হত্যার প্রতিশোধ নেবে না ইরান৷ আমেরিকাকে এর মূল্য চোকাতে হবে৷ তবে তা কয়েক ধাপে  বলে হুমকি দিয়েছেন নতুন ইরানি কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি৷

তেহেরান: কাশেম সোলেমনির হত্যার বদ্ধপরিকর ইরান৷ তবে একবারে  এই হত্যার প্রতিশোধ নেবে না ইরান৷ আমেরিকাকে এর মূল্য চোকাতে হবে৷ তবে তা কয়েক ধাপে  বলে হুমকি দিয়েছেন নতুন ইরানি কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি৷

সোমবার সোলেমনির শেষকৃত্যে বিপুল মানুষের সমাগম হয়৷ উঠতে থাকে আমেরিকা নিপাত যাকের মতো স্লোগান৷ সেখানেই বদলা নেওয়ার অঙ্গীকার করেন ঘানি৷ তিনি বলেন, আমরা শহিদ সোলেমনির দেখানো পথেই এগিয়ে যেতে সংকল্পবদ্ধ৷ আমেরিকাকে কয়েক ধাপে এই অঞ্চল থেকে তাড়াব৷ এর মাধ্যমেই আমরা আমাদের শহিদের মৃত্যুর প্রতিশোধ নেব৷

শুক্রবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় নিহত হন৷ এর থেকে আন্তর্জাতিক মহল দ্বিধাভক্ত হয়ে গিয়েছে৷ প্রথমদিন থেকে তেহরানের গলা্য় প্রতিশোধের সুর শোনা গিয়েছে৷ অন্য দিকে, ফ্রান্স, রাশিয়া, চিন উভয়দেশকে সংযমের বার্তা দেন৷ কিন্তু সেই সংযম কতটা সম্ভব তা সময় বলে দেবে৷ একদিকে প্রতিশোধের সুর যখন শোনা যাচ্ছে ইরানের গলায়,সেই সময় মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারিরর সুরে জানান, ইরানের ৫১টি লক্ষ্যবস্তু স্থির করা রয়েছে৷ প্রতিশোধ নিতে চাইলেই আমেরিকা সেখানে হামলা করবে৷

সোলেমনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সেনাদের ওপর হামলা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে৷ অন্য দিকে,ইরাক এই হামলার পরোক্ষে বিরোধিতা করেছে৷ সম্প্রতি ইরাকের সংসদে বিল পেশ হয়েছে৷ যেখানে জানানো হয়েছে, সে দেশে আর কোনও মার্কিন সেনা থাকতে পারবে না৷ সোলেমনির শেষকৃত্যে এক ব্যক্তি ট্রাম্পের মাথার দাম ছয় কোটি ১০ লক্ষ মার্কিন ডলার ঘোষণা করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *