ইরানে বিমান দুর্ঘটনায় নয়া মোড়, পর্দাফাঁস মার্কিন মিডিয়ার

ওয়াশিংটন:বুধবার ভোরে তেহরান বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে ইউক্রেনীয় বিমান৷ বিমানকর্মী-সহ ১৭৬ জন যাত্রীর মৃত্যু হয়৷ কিন্তু, কীভাবে, কেন ঘটল এই ঘটনা? ইরানের ফন্দি ফাঁস করে চাঞ্চল্য তথ্য প্রকাশ করল মার্কিন মিডিয়া৷

ওয়াশিংটন: বুধবার ভোরে তেহরান বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে ইউক্রেনীয় বিমান৷ বিমানকর্মী-সহ ১৭৬ জন যাত্রীর মৃত্যু হয়৷ কিন্তু, কীভাবে, কেন ঘটল এমন ঘটনা? ইরানের ফন্দি ফাঁস করে চাঞ্চল্য তথ্য প্রকাশ করল মার্কিন মিডিয়া৷

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বুধবার তেহরানের কাছে ইরান ইউক্রেনের বিমানকে ভুলবসত গুলি করে ধ্বংস করেছে৷  মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন প্রশাসনের প্রাথমিক ধারণা, ইউক্রেনীয় বিমান সংস্থার বোয়িং ৭৩৭-৮০০টিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংস করা হয়েছে৷ ইউক্রেন এর আগে জানিয়েছে, কোনও ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি ধ্বংস করা হয়েছে কি না, তারা তা খতিয়ে দেখবে৷ তবে ইরান এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি৷ ইরান জানিয়েছে, তারা ওই বিমানের ব্ল্যাক বক্স ইউক্রেনকে দেবে না৷ কারণ, বিমানটির নির্মাতা আমারিকা৷

বুধবার ভোরে তেহরান বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে ইউক্রেনীয় বিমান৷ বিমানকর্মী-সহ ১৭৬ জন যাত্রীর মৃত্যু হয়৷ বিমানটি তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে রওনা হয়৷ আকাশে ওড়ার পর তা হঠাৎ ভেঙে পড়ে৷ দুর্ঘটনায় বিমান যাত্রীদের সবারই মৃত্যু হয়৷

বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর দুর্ঘটনা ঘটল কীভাবে? তা নিয়ে শুরু হয় চর্চা৷ যান্ত্রিক গোলযোগ উড়িয়ে দেয় ইউক্রেন৷ কারণ, গত মাসখানিক আগে বিমানটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ কিন্তু, তাতে কিছু ধরা পেড়েনি৷ গোটা ঘটনায় নাশকতার আশঙ্কা শুরু হয়৷ এবার মার্কিন সংবাদমাধ্যমের খবরে শুরু হয়েছে নয়া বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =