ইরান-ইজরায়েল সংঘাতে তপ্ত মধ্যপ্রাচ্য! বাতিল তেল আভিভগামী সমস্ত বিমান, সতর্কবার্তা ভারতীয়দের

তেল আবিব:  হামাস ও ইজরায়েল যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলা পালটা হামলায় আগুন জ্বলেছে গাজায়৷ এরই মাঝে ইরানের তেহরানে নিজের বাড়িতে খুন…

iran israel

তেল আবিব:  হামাস ও ইজরায়েল যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলা পালটা হামলায় আগুন জ্বলেছে গাজায়৷ এরই মাঝে ইরানের তেহরানে নিজের বাড়িতে খুন হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান৷ তখনই তাঁর বাড়িতে ঢুকে চোরাগোপ্তা হামলা চালানো হয়৷ যা দাবানল জ্বালিয়ে দেয় গোটা মধ্যপ্রাচ্যে৷ ক্ষেপে ওঠে ইসলামিক এই দেশ। ইতিমধ্যেই ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা করেছে ইরান! এই উত্তপ্ত পরিস্থিতিতে আগামী ৮ অগাস্ট পর্যন্ত দিল্লি থেকে তেল আভিভগামী সমস্ত উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। ইসরায়েলে ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ তাঁদের নিরাপত্তা প্রোটোকল মেনে চলার কথাও বলা হয়েছে৷

ইসমাইল হানিয়ের হত্যার বদলা নিতে ইজরায়েলের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। ফলে ইহুদি দেশের উপর যে কোনও সময় ভয়ঙ্কর আঘাত নেমে আসতে পারে৷ মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জানান, এই অঞ্চলের উত্তেজনা যে ভাবে বাড়ছে তাতে তিনি  “অত্যন্ত উদ্বিগ্ন”।