বিমান ধ্বংসের নেপথ্যে ইরান, গণবিদ্রোহের আগুন তেহরানে

বিমান ধ্বংসের নেপথ্যে ইরান, গণবিদ্রোহের আগুন তেহরানে

তেহরান: ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে ইরান প্রথমে মিথ্যা কথা বলে৷  এরই প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নামলেন কয়েক শো বিক্ষোভকারী৷ ইরান প্রশাসনের আধিকারিকদের মিথ্যাবাদী বলে, তাঁদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা৷ জানা গিয়েছে, বিক্ষোভকারীরা দুটি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন৷ তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলেও জানা গিয়েছে৷ টুইটে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সমর্থন করেছেন বলে জানা গিয়েছে৷

বুধবার ভোরে তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউক্রেন এয়ালাইন্সের বিমানটি ওড়ার ছয় মিনিট পর মাঝ আকাশে ভেঙে পড়ে৷ ঘটনায় বিমানের ১৭৬ জন যাত্রী ও বিমানকর্মীর মৃত্যু হয়৷ প্রাথমিকভাবে ইরানের তরফে জানানো হয়, যান্ত্রিক গলযোগের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে৷ যদিও পরে আন্তর্জাতিক চাপে পড়ে ইরানের তরফে জানানো হয়, ভুলবশতঃ বিমানটিকে গুলি করে নামানোর চেষ্টা করা হয়৷ এর ফলেই বিমানটি ভেঙে পড়েছে৷ বিমানটিতে বেশিরভাগ কানাডার ও ইরানের নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে৷

প্রথমে বিমানে নিহত যাত্রীদের শ্রদ্ধা জানাতে তেহরানের দুটি বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়ারা জড়ো হন৷ শরিফ ও আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রতিবাদ শুরু করে৷ সন্ধ্যার পর থেকে এই প্রতিবাদ বিক্ষোভের আকার নেয়৷ জানা গিয়েছে, প্রায় এক হাজার স্থানীয় বাসিন্দা নেতাদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে মার্কিন হামলায় নিহত সামরিক কমান্ডার সোলেমানির ছবি ছিঁড়ে ফেলে৷  বিমানেপ ভূপাতিতেক ঘটনায় যারা দায়ী ও যারা সেই ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছিল, সবাইকে বিচারের আওতায় আনার দাবি তুললেন বিক্ষোভরত পড়ুয়ারা৷

কাম্যান্ডার চিফের পদত্যাগ দাবি করেন তাঁরা৷ তাঁরা শ্লোগান তোলেন, মিথ্যাবাদীরা নিপাত যাক৷ ইরানের অনেক নাগরিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে৷ এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'আমি আমার দেশের প্রশাসনকে কখনও ক্ষমা করব না, সেই সমস্ত মানুষকেও কোনওদিন ক্ষমা করব না, যাঁরা ঘটনাস্থলে ছিলেন এবং মিথ্যা কথা বলেন৷' প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ইংরেজি ও ফার্সিতে  টুইট করেন৷ সেখানে তিনি লেখেন, 'আমরা নিবিড়ভাবে আপনাদের বিক্ষোভ লক্ষ্য করেছি৷ আপনাদের সাহস অনুপ্রেরণাদায়ী৷ আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আপনাদের পাশে আছি এবং আমার সরকারও ধারাবাহিকভাবে আপনাদের পাশে আছি৷'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + one =