উত্তাল বাংলাদেশ! নিহতের সংখ্যা বেড়ে ১০১, ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করল হাসিনা সরকার

ঢাকা: ছাত্র আন্দোলনের আগুন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিল শেখ হাসিনা সরকার। রবিবার পর্যন্ত ফোর…

ঢাকা: ছাত্র আন্দোলনের আগুন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিল শেখ হাসিনা সরকার। রবিবার পর্যন্ত ফোর জি পরিষেবার উপর নিয়ন্ত্রণ রাখা হয়েছিল। ফলে মোবাইলের ইন্টারনেট চলছিল না। তবে ব্রডব্যান্ড পরিষেবা চালু থাকায় সংযোগ কিছুটা হলেও বজায় ছিল৷ সোমবার সেটাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হল।

 

এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হল ১০১। রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯৮। বাংলাদেশের সাংবাদপত্র প্রথম আলো জানিয়েছে, সোমবার নতুন করে আরও তিন জনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১০১ হল৷