বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ! বন্ধ ইন্টারনেট, অনিয়মিত মোবাইল, জারি কার্ফু

ঢাকা:  সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ৷ জ্বলছে রাজধানী ঢাকা৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেরা। ফলে বাংলাদেশের কোনও সংবাদমাধ্যম সূত্রে সর্বশেষ  আপডেট  মিলছে…

ঢাকা:  সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ৷ জ্বলছে রাজধানী ঢাকা৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেরা। ফলে বাংলাদেশের কোনও সংবাদমাধ্যম সূত্রে সর্বশেষ  আপডেট  মিলছে না। ইন্টারনেটের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি টেলিভিশন বি-টিভির সম্প্রচার। বৃহস্পতিবারএই বি টিভি-র দফতরেই আগুন ধরিয়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার গভীর রাতে আসা রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। বেসরকারি মতে মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। বৃহস্পতিবার সরকার কোটা বিরোধী আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু, তারা তা প্রত্যাহার করে দিয়েছে৷ তাদের বক্তব্য, পুলিশ যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে, তারপর আর সরকারের সঙ্গে আলোচনা সম্ভব নয়৷  লাঠিসোঁটা, রড ও পাথর নিয়ে রাস্তায় দাপিয়ে বেরাচ্ছে আন্দোলনকারীরা৷ বাস ও প্রাইভেট গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশে বাস, ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হিংসা রুখতে সরকার মোবাইল ও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আন্দোলনকারীদের থামাতে রাবার বুলেট ও ​​কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করছে পুলিশ৷ জারি করা হয়েছে কার্ফু৷