কণা বিজ্ঞান নিয়ে গবেষণাগার কাজ বন্ধের নির্দেশ

ওয়াশিংটন: কণা বিজ্ঞান নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গবেষণাগার লার্জ হার্ডন কোলাইডার (এলএইচসি) সম্প্রতি দু’বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দু’বছর ধরে মেরামত এবং আধুনিকীকরণের কাজ চলবে বলে জানিয়েছে এলএইচসির সহায়ক সংস্থা সার্ন। গত বছরের ৩ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এলএইচসি। ২০২১ সাল থেকে আবার এই গবেষণাগারে গবেষণা শুরু হবে। সার্ন জানিয়েছে, ২০১৫ থেকে

কণা বিজ্ঞান নিয়ে গবেষণাগার কাজ বন্ধের নির্দেশ

ওয়াশিংটন: কণা বিজ্ঞান নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গবেষণাগার লার্জ হার্ডন কোলাইডার (এলএইচসি) সম্প্রতি দু’বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দু’বছর ধরে মেরামত এবং আধুনিকীকরণের কাজ চলবে বলে জানিয়েছে এলএইচসির সহায়ক সংস্থা সার্ন। গত বছরের ৩ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এলএইচসি। ২০২১ সাল থেকে আবার এই গবেষণাগারে গবেষণা শুরু হবে। সার্ন জানিয়েছে, ২০১৫ থেকে ২০১৮ দ্বিতীয় পর্বে এলএইচসির সাফল্য প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে।

একশো ষাট লক্ষ কোটি প্রোটন কণার সংঘর্ষে ১৩ টিইভি শক্তি উৎপাদন করা গিয়েছে এই গবেষণাগারে। তার ভিত্তিতে পাওয়া গিয়েছে ৩০ কোটি গিগাবাইট ডেটা। সেই বিপুল ডেটার পরিমাণ কত, তা জানাতে একটি তথ্য প্রকাশ করেছে সার্ন। বলা হয়েছে, হাজার বছর ধরে সারাদিন ভিডিও চললে যে পরিমাণ ডেটা দেখা যাবে, তার সমতুল্য ডেটা সংরক্ষিত রয়েছে সার্নের তথ্যভাণ্ডারে। প্রথমবারের থেকে এই দ্বিতীয় পর্বে অন্তত পাঁচগুণ ডেটা পাওয়া গিয়েছে বলে সার্নের অন্যতম ডিরেক্টর ফ্রেডরিক বর্ডরে জানিয়েছেন। ভবিষ্যতে কণা গবেষণার ক্ষেত্রে এই ডেটা প্রভূত সাহায্য করবে বলে সার্ন সূত্রে জানানো হয়েছে। সার্নের ডিরেক্টর জেনারেল ফ্যাবিওলা গিয়ানোত্তি বলেছেন, হিগস বোসন কণার চরিত্র বুঝতে গত কয়েক বছরের এলএইচসির গবেষণা অনেকটা এগিয়েছে। তাঁর কথায়, হিগস বোসন এক বিশেষ ধরনের কণা। স্ট্যান্ডার্ড মডেলের বাইরে বেরিয়ে এই গবেষণা পদার্থবিদ্যার নতুন রূপরেখা তুলে ধরবে বলে তাঁর মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + ten =