চিন : পড়ুয়ারা কোথায় রয়েছে তা জানতে চিনের ৬০টি প্রাথমিক স্কুলের ১৭ হাজার ছাত্রছাত্রীকে জিপিএস লাগানো স্মার্টওয়াচ দিল সে দেশের সরকার। এর ফলে তাদের বাবা-মারা তাদের বাচ্চাদের গতিবিধি জানতে পারবেন। দক্ষিণ চিনের গুয়াংঝাউয়ে বিলি করা হয়েছে হয়েছে ঘড়ি।
এর নাম দেওয়া হয়েছে, সেফ ক্যাম্পাস স্মার্টওয়াচেস। এগুলি চিনের নতুন জিপিএস ট্র্যাকিং সিস্টেম বেইদাউয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। এগুলি কাজ করে ১০ মিটারের মধ্যে। বাচ্চারা কোনও জরুরি খবর দিতে চাইলে তাও এই ঘড়ির মাধ্যমে করা যাবে। তারা কোনও জলাশয়ের কাছে রয়েছে কিনা জানা যাবে তাও। ফলে ডুবে যাওয়ার বিপদ থেকে তা বাঁচাবে।