ভারত-পাক পরমাণু যুদ্ধ হলে ধ্বংস হবে পৃথিবী: গবেষণা

নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে অন্তত ১০ কোটি মানুষের মৃত্যু হবে৷ ধ্বংসের মুখে পড়বে পৃথিবী৷ সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল সাইন্স এডভান্সে প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে এমনই আভাস মিলেছে৷ শুধু মানুষের মৃত্যু নয়, গবেষণায় জানানো হয়েছে, এর ফলে যে ঘনমেঘ সৃষ্টি হবে৷ তা ভেদ করে সূর্যের আলো পৌঁছবে না পৃথিবীতে৷ ফলে শস্য না ফলে বিশ্বজুড়ে

ভারত-পাক পরমাণু যুদ্ধ হলে ধ্বংস হবে পৃথিবী: গবেষণা

নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে অন্তত ১০ কোটি মানুষের মৃত্যু হবে৷ ধ্বংসের মুখে পড়বে পৃথিবী৷ সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল সাইন্স এডভান্সে প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে এমনই আভাস মিলেছে৷

শুধু মানুষের মৃত্যু নয়, গবেষণায় জানানো হয়েছে, এর ফলে যে ঘনমেঘ সৃষ্টি হবে৷ তা ভেদ করে সূর্যের আলো পৌঁছবে না পৃথিবীতে৷ ফলে শস্য না ফলে বিশ্বজুড়ে গণঅনাহারে মৃত্যু হবে বহু কোটি মানুষের৷ গবেষণায় উল্লেখ করা হয়েছে, আরও পাঁচ থেকে ছয় বছর পর ভারত ও পাকিস্তানের মধ্যে এই পরমাণু যুদ্ধ বাধার সম্ভাবনা দেখা গিয়েছে৷ গবেষকরা জানিয়েছেন, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তার জেরে ক্ষয়ক্ষতি শুধু যে ভারত-পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়৷ তার খেসারত দিতে হবে গোটা বিশ্বকে৷

ওই গবেষণা রিপোর্টে আরও জানানো হয়েছে, দশকের পর দশক ধরে কাশ্মীর ইস্যুতে যত যুদ্ধ ভারত-পাকিস্তান চালিয়ে যাক না কেন, আজ থেকে ৫-৬ বছর পর দু’দেশের হাতে অন্তত ৪০০ থেকে ৫০০ বেশি পরমাণু বোমা থাকবে না৷ পরমাণু যুদ্ধ হলে বোমা বিস্ফোরণের ফলে যে পরিমাণ ধুলো আর কালি মেশানো মেঘ তৈর হবে তার ওজন হতে পারে ১ কোটি ৬০ লক্ষ টন৷ ঝুলোকালির মেঘ বায়ুমণ্ডলের ওপরে পৌঁছাতে সময় নেবে কয়েক সপ্তাহ৷ তার ফলে গোটা বিশ্বে সূর্যের আলো পৌঁছাবে না৷ কারণ ওই ধুলোবালি পরে সূর্যের আলো পুরোপুরি শুষে নেবে৷ ফলে জমাট কালো মেঘের পরিমাণ বাড়বে৷ আর তাতেই বিশ্ব ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *