তলানিতে ঠেকেছে ভারতের ধর্মীয় স্বাধীনতা! মার্কিন রিপোর্টে যুদ্ধ ঘোষণা

নয়াদিল্লি: ভারতে ধর্মের স্বাধীনতা নিয়ে প্রকাশিত মার্কিন রিপোর্ট খারিজ করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, ভারতীয় সংবিধান দেশবাসীর মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ৷ মার্কিন রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক মুখপাত্র জানিয়েছেন, বিদেশি সংস্থার এই ধরণের রিপোর্টের কোনও বিশ্বাসযোগ্যতা নেই৷ দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারকে অক্ষুন্ন রাখা সরকারের প্রধান কাজ৷ এই বিষয়ে তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষ

তলানিতে ঠেকেছে ভারতের ধর্মীয় স্বাধীনতা! মার্কিন রিপোর্টে যুদ্ধ ঘোষণা

নয়াদিল্লি: ভারতে ধর্মের স্বাধীনতা নিয়ে প্রকাশিত মার্কিন রিপোর্ট খারিজ করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, ভারতীয় সংবিধান দেশবাসীর মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ৷  মার্কিন রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক মুখপাত্র জানিয়েছেন, বিদেশি সংস্থার এই ধরণের রিপোর্টের কোনও বিশ্বাসযোগ্যতা নেই৷ দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারকে অক্ষুন্ন রাখা সরকারের প্রধান কাজ৷

এই বিষয়ে তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র৷ গণতান্ত্রিক এই দেশে বহু ভাষাভাষী মানুষের বসবাস৷ দেশ সবসময়ই সহিষ্ণুতার পক্ষেই আস্থা রেখে চলে৷ দেশের সমস্ত নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর সরকার৷

বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশের ক্ষমতায় আসা মোদি সরকার পক্ষপাতদুষ্ট বলে মার্কিন রিপোর্টের সমালোচনা করা হয়৷ মার্কিন রিপোর্ট প্রসঙ্গে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গোটা বিশ্ব জানে, ভারতের মত গণতান্ত্রিক দেশে সবসময়ই ধর্মের অধিকারকে রক্ষা করা হয়৷ ভারত এমন একটি দেশ যেখানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার জনগণের সাংবিধানিক অধিকারকে রক্ষা করতে কড়া আইনও এনেছে৷

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ২০১৮-এ জানানো হয়, গো রক্ষার নামে ভারতে দেশে মানুষ মেরে ফেলা হচ্ছে৷ গণপিটুনি ও হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে৷ এই পরিস্থিতি রুখতে ব্যর্থ সরকার৷ ভারতে ধর্ম নিরপেক্ষতা লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করা হয়৷ সার্বিক ভাবে গোটা বিশ্বের ধর্মীয় স্বাধীনতা যাতে বজায় থাকে, সে ব্যাপার উদ্যোগ নেওয়ার কথা বলা হয় ওই রিপোর্টে৷ এহেন মার্কিন রিপোর্ট প্রকাশ হওয়ার পর তা সরাসরি ভাবে খারিজ করে দেওয়ার ঘোষণা ভারতীয় বিদেশ মন্ত্রকের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 18 =