তালিবানি কবল থেকে বন্দি ভারতীয়রা মুক্ত! দ্রুত ফিরবেন দেশে

তালিবানি কবল থেকে বন্দি ভারতীয়রা মুক্ত! দ্রুত ফিরবেন দেশে

fc61227c77ee587400688f635358e12a

কাবুল: খবর ছড়িয়েছিল যে বহু ভারতীয় সহ ১৫০ জনকে অপহরণ করেছিল তালিবান। কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয় বলে জানা গিয়েছিল। এখন শেষ পাওয়া খবর অনুযায়ী, সকল ভারতীয় মুক্তি পেয়েছেন তালিবানি কবল থেকে। খুব দ্রুত তাঁদের দেশের ফিরিয়ে আনা হবে বলে জানান হয়েছে। যদিও এই অপহরণ নিয়ে সন্দেহ প্রকাশ্যে এসেছে কারণ তালিবানের তরফ থেকে এই অপহরণের কথা স্বীকার করা হয়নি প্রথম থেকেই। 

ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ঢোকার সময় যাদের অপরহণ করা হয়েছিল তাঁদের ছেড়ে দিয়েছে তালিবান। দ্রুত তাঁদের কাবুল থেকে এয়ার লিফট করা হবে। কাবুলের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ১৫০ জনকে অপহরণ করে একটি ট্রাকে নিকটবর্তী থানায় নিয়ে যায় তালিবান। সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়ে বেশ কিছু ব্যাপারে। যাদের অপরহণ করা হয়েছিল তাঁদের মধ্যে অনেকেই ছিলেন ভারতীয়। বেশ কয়েকঘণ্টা পর তাঁদের সবাইকে মুক্তি দেওয়া হয়। তবে প্রথম থেকেই এই অপরহণ ইস্যু অস্বীকার করে এসেছে তালিবান। বিগত কয়েক দিন ধরেই শয়ে শয়ে মানুষ কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে জড়ো হচ্ছিলেন দেশ ছাড়ার অপেক্ষা৷ আবার ভিন দেশের নাগরিকরা উপস্থিত হয়েছেন ঘরে ফেরার তাগিদে৷ বিমানবন্দরে উপস্থিত মানুষকে ভয় দেখাতে, তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি করতে বারবার গুলি চালিয়েছে তালিবান৷ সেই ঘটনার পর আজ অপহরণের খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগে ছিল নয়াদিল্লি৷

আরও পড়ুন- ভারতীয়দের এয়ারলিফটে নয়া কৌশল দিল্লির, ঘরে ফেরার অপেক্ষায় বহু যুবক

প্রসঙ্গত, এখনও বহু ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন৷ গতকাল একটি ভিডিয়ো বার্তায় ভারতীয়রা বলেন, ‘আমরা এতজন ভারতীয় এখানে ফেঁসে গিয়েছি৷ কোম্পানি আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থাও করছে না৷ উদ্ধারের পরিকল্পনাও নেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ, দয়া করে আমাদের উদ্ধার করুন৷’ পরবর্তী ক্ষেত্রে অনেককেই এয়ারলিফট করা হয়েছে। তবু এখনও অনেকেই সেখানে ফেঁসে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *