সুইস ব্যাঙ্কে রেকর্ড পরিমাণ অর্থ বেড়েছে ভারতীয়দের! ১৩ বছরে সর্বাধিক

সুইস ব্যাঙ্কে রেকর্ড পরিমাণ অর্থ বেড়েছে ভারতীয়দের! ১৩ বছরে সর্বাধিক

জেনেভা: সুইজারল্যান্ডের ব্যাঙ্কে যে ভারতীয়রা প্রচুর টাকা রাখেন তা কারও অজানা নয়। কিন্তু এবার যে তথ্য সামনে এসেছে তা রীতিমত অবাক করার মত। কারণ বিগত ১৩ বছরের ইতিহাসে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অর্থের সর্বাধিক পরিমাণ বেড়েছে। তথ্য বলছে, ২০২০ সালে অর্থাৎ গত বছর সুইস ব্যাঙ্কে ভারতীয়দের নগদের পরিমাণ বেড়েছে প্রায় ২০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি! ২০১৮ সালে এই টাকার পরিমাণ ছিল প্রায় ৭ হাজার কোটি।

নাম, পরিচয় গোপন রেখে যে সুইজারল্যান্ডের ব্যাঙ্কে বিশ্বের বহু ধনকুবের টাকা রাখেন নতুন কিছু নয়। অবশ্যই পাবে এইসব ব্যক্তিদের মধ্যে অনেক ভারতীয় রয়েছেন। সুইজারল্যান্ডের সংবিধান এবং ব্যাঙ্কিং আইন অনুযায়ী তারা সেখানকার গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে পালন করে এবং কারোর কোন তথ্য সামনে আনে না। কিন্তু ২০০২ সালে অর্থ পাচার রোধে মানি লন্ডারিং আইন কঠোরভাবে কার্যকারী হওয়ায় বার্ষিক ভিত্তিতে টাকা কত জমা হচ্ছে সেই তথ্য তারা জনসমক্ষে প্রকাশ করে। যদিও কে টাকা রাখছে তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয় না। এই তথ্য প্রকাশের ফলে এখন জানা গিয়েছে যে গত বছর ভারতীয়দের সেখানের ব্যাঙ্কে টাকা রাখার পরিমাণ এত পরিমাণ বেড়ে গিয়েছে। 

আরও পড়ুন- বাতিল হওয়া উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কোন পথে, বিস্তারিত জানাল সংসদ

উল্লেখ্য, ২০১৮ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের মোট অর্থের পরিমাণ ছিল ৬ হাজার ৬০০ কোটি টাকার মতো। ২০১৯ সালে আবার সেই অর্থের পরিমাণ কিছুটা কমে গিয়ে হয় প্রায় সাড়ে ৫ হাজার কোটি। তবে গত বছর রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয় সেই অর্থের পরিমাণ হয়েছে ২০ হাজার ৭০০ কোটি! অবশ্যই এই তথ্য প্রকাশ্যে আস্তে হইচই পড়ে গিয়েছে। প্রসঙ্গত, বিভিন্ন ট্রাস্ট ব্যাংক বন্ধ বাবদ প্রচুর মোটা অঙ্কের অর্থ সুইস ব্যাঙ্কে জমা রাখা হয়। নগদের সঞ্চয় আগের থেকে অনেক কমে গিয়েছে বলে তথ্য সামনে এসেছে। তবে এখনো পর্যন্ত সুইস ব্যাঙ্কে বিশ্বের সর্বাধিক সঞ্চয় করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারতের অর্থ সঞ্চয় খুব একটা কম নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =