জাহাজ ডুবে সমুদ্রে মিশছে তেল, উদ্ধার কাজে ভারতের চেতক-ধ্রুব

জাহাজ ডুবে সমুদ্রে মিশছে তেল, উদ্ধার কাজে ভারতের চেতক-ধ্রুব

 

পোর্ট লুইস:  ভারত মহাসাগরে দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে ছড়িয়ে পড়েছে চার হাজার টন তেল৷ জারি করা হয়েছে জরুরি অবস্থা৷ পরিস্থিতি মোকাবিলায় ভারতের সাহায্য চায় মরিশাস৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি৷

জানা গিয়েছে, চিন থেকে ব্রাজিল যাওয়ার পথে পানামার-রেজিস্টার্ড এমভি ওয়াকাশিও নামের ওই জাহাজটি মরিশাসের কাছে ডি’সিনির প্রবাল চাদরে উপর দুর্ঘটনার কবলে পড়েছে। সমুদ্রের জলে মিশতে শুরু করে তেল৷ তিন দিন ধরেই এই পরিস্থিতি চলছে৷ গত রবিবারই ভারতের সাহায্য চেয়েছিল মরিশাস৷ এর পরেই হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটিড (এইচএএল)-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব এবং চেতককে উদ্ধার কাজে পাঠানো হয়৷ জাপানের ওয়াকাশিও জাহাজে আটকে পড়া লোকজন ও তেল উদ্ধার করছে এই দুই চপার৷ এইচএএল-এর সিএমডি আর মাধবন বলেন, ‘‘বারবার ধ্রুব তার ক্ষমতা প্রমাণ করেছে৷ অতীতেও উদ্ধার ও তল্লাশি অভিযানে নিজের পারদর্শিতা দেখিয়েছে আমাদের তৈরি হেলিকপ্টার৷’’

মরিশাসের কাছে জাহাজ দুর্ঘটনায় প্রায় ৪ হাজার টন তেল সমুদ্রের জলে ছড়িয়ে পড়েছে বলে খবর৷ মরিশাস সাহায্য চাওয়ার পরই প্রয়োজনীয় টেকনিক্যাল ইকুইপমেন্ট নিয়ে পাশে দাঁড়ায় ভারত৷ বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, এই বিশেষ সরঞ্জামগুলির মধ্যে রয়েছে ওশান বুম, রিভার বুম, ডিস্ক স্কিমারস, হেলি স্কিমারস, পাওয়ার প্যাকস, ব্লোয়ার্স, স্যালভেজ বার্জেস এবং তেল শোষণকারী গ্রাফিন প্যাড এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এগুলি বিশেষত তেল স্লিক, জলযুক্ত স্কিম তেল পরিশোধন এবং উদ্ধারকাজে সহায়তা করার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর ১০ জন প্রশিক্ষিত সদস্যকে মরিশাসে পাঠানো হয়েছে৷ তেল ছড়িয়ে পড়া রুখতে বিশেষ প্রশিক্ষণ রয়েছে তাঁদের৷ বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ভারত মহাসাগরে প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করতে ভারত বদ্ধপরিকর৷ এছাড়াও মরিশাস ভারতের বন্ধু রাষ্ট্র হিসাবেই পরিচিত৷ ভারতের পাশাপাশি উদ্ধারকারী দল পাঠাচ্ছে জাপানও৷ 

আরও পড়ুন- চিনের চিকেন করোনা! খাদ্যের মাধ্যমেও ভাইরাস? আশ্বস্ত করল WHO

আরও পড়ুন- ভাইরাস শরীরে থাকলেও নতুন করে সংক্রমণের সম্ভাবনা কম: গবেষণা

আরও পড়ুন- বিশ্বের দ্বিতীয় করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পথে চিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =