মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত উশির পণ্ডিত ডুরান্ট৷ এই প্রথম এশিয়া মহাদেশের কোনও মহিলা বিচারপতি মার্কিন সুপ্রম কোর্টের বিচারপতির পদে বসলেন৷ আগামী দিনে কুইনস কাউন্টির ফৌজদারি মামলাগুলির শুনানি হবে উশির পণ্ডিতের এজলাশে৷ ভগবত্ গীতা-য় হাত রেখে তিনি বিচারপতির পদে শপথ নেন৷
ছিল না ইংরেজিতে দখল৷ ইংরেজি না শেখার কারণে জীবনের শুরুতে বেশ অসুবিধ হয় তাঁর৷ কিন্তু পিছিয়ে না পড়ে তিনি দ্রুত ইংরেজি শিখে নিজেকে মানিয়ে নেন মার্কিন আদব কায়দায়৷ সেন্ট জন’স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন৷ পরে নিউইয়র্ক আইন কলেজে পড়াশোনা করেন৷ পাশ করে যোগ দেন কুইনস ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিসে৷ ২০১৫ সালে সেখান থেকে তিনি নির্বাচিত হন সিভিল কোর্ট বিচারপতি হিসেবে৷ তিন বছর দক্ষতার সঙ্গে সেখানে নিজের কর্তব্য পালনের পর তাঁর কাছে আসে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার দুর্লভ সুযোগ৷