জঙ্গিদের নজরে ছিল ভারতীয় দূতাবাস, হমলার কথা আগেই জানত পুলিশ: সংবাদ সংস্থা

কলম্বো: শ্রীলঙ্কার গির্জায় হামলা হতে পারে, দশ দিন আগেই তার ইঙ্গিত পেয়েছিল পুলিশ। সতর্কবার্তা জারি করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান। তাঁর বক্তব্য উদ্ধৃত করে এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা এএফপি। পুলিশ প্রধান পি জয়াসুন্দরা ১১ এপ্রিল এই মর্মে পুলিশ আধিকারিকদের সতর্ক বার্তা পাঠান। ওই সতর্কবার্তায় লেখা হয়েছিল, এনটিজে নামে একটি সংগঠন দেশের বিশিষ্ট গির্জায় হামলার চেষ্টা করছে।

জঙ্গিদের নজরে ছিল ভারতীয় দূতাবাস, হমলার কথা আগেই জানত পুলিশ: সংবাদ সংস্থা

কলম্বো: শ্রীলঙ্কার গির্জায় হামলা হতে পারে, দশ দিন আগেই তার ইঙ্গিত পেয়েছিল পুলিশ। সতর্কবার্তা জারি করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান। তাঁর বক্তব্য উদ্ধৃত করে এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা এএফপি। পুলিশ প্রধান পি জয়াসুন্দরা ১১ এপ্রিল এই মর্মে পুলিশ আধিকারিকদের সতর্ক বার্তা পাঠান। ওই সতর্কবার্তায় লেখা হয়েছিল, এনটিজে নামে একটি সংগঠন দেশের বিশিষ্ট গির্জায় হামলার চেষ্টা করছে। ভারতীয় হাই কমিশনও তাদের নজরে আছে। এনটিজে একটি ইসলামিক চরমপন্থী সংগঠন। কিছু দিন আগে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্মের স্থাপত্যের উপর আক্রমণ নেমে আসে। একাধিক মূর্তি ভেঙে ফেলা হয়। সেই ঘটনায় এই সংগঠনের নাম জড়িয়েছিল।

শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণে ১৬০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘ঘটনার তীব্র নিন্দা করছি। ভারতীয় উপমহাদেশে এ ধরনের বর্বরতার কোনও স্থান নেই। নিহতদের পরিবারের পাশে আছি আমরা৷’’

এদিকে শ্রীলঙ্কার বিস্ফোরণ নিয়ে খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এ পর্যন্ত ওই ঘটনায় প্রায় ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। টুইটে সুষমা লিখেছেন, ‘‘আমি ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি৷ পরিস্থিতির উপর আমাদের নজর আছে৷’’ আজ সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পরপর বিস্ফোরণ হয়। তিনটি গির্জা ও হোটেলে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনায় দেড়শো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০০জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 16 =