ফের আরও একটি ভারতীয় গুপ্তচর ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান। দাবি সেদেশের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিজি মেজর জেনারেল আসিফ জাফরের।
পাকসেনাবাহিনীর মুখপাত্রের দাবি , সাতওয়াল সেক্টরের কাছে লাইন অব কন্ট্রোলের কাছে উড়ছিল ড্রোনটি। সেই ছবি টুইটও করেন তিনি। এর আগে ১ জানুয়ারি এরকম আরও একটি ড্রোনের ছবি টুইট করেন তিনি। সেই টুইটে লেখেন, বাঘ সেক্টরে নামানো হয়েছে এটিকে। একটি ড্রোনকেও সীমানা পার করতে দেওয়া হবে না। পাক কর্তৃপক্ষের আরও দাবি, গতবছরেও এরকম আরও চারটি ভারতীয় গুপ্তচর ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে শুরু থেকেই ভারতীয় সেনাবাহিনীও হাস্যকর দাবি বলে বিষয়টি উড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, সেনাবাহিনীর দাবি, এরকম কোনও ঘটনাই ঘটেনি।
Pakistan Army troops shot down another Indian spy quadcopter. Today in Satwal Sector on Line of Control. pic.twitter.com/jHra5YhkYH
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) January 2, 2019