ব্রেকিং: প্রচণ্ড গোলাগুলি, রুশ হামলায় ইউক্রেনে নিহত ভারতীয় পড়ুয়া

ব্রেকিং: প্রচণ্ড গোলাগুলি, রুশ হামলায় ইউক্রেনে নিহত ভারতীয় পড়ুয়া

কিয়েভ: ইউক্রেনে গত পাঁচ দিন ধরে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধে ইতিমধ্যে প্রাণহানি হয়েছে একাধিক সেনা সহ ইউক্রেনের সাধারণ মানুষের। এবার জানা গেল, সেখানে এক ভারতীয় পড়ুয়ারও মৃত্যু হয়েছে। খারকিভে লাগাতার গোলাবর্ষণে মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়ার। বিদেশ মন্ত্রকের তরফে এমনটাই জানান হয়েছে। এও জানা গিয়েছে যে, তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। এখনও পর্যন্ত বহু ভারতীয় পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েছে। তাদের নিয়ে এখন বাড়ছে আতঙ্ক।

আরও পড়ুন- যুদ্ধের ক্ষত কি কেড়ে নেবে ইউক্রেনের এই সকল স্থানগুলির সৌন্দর্য্য

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছে বহু ভারতীয়। অনেকে দেশে ফিরতে পারলেও, অনেকেই পারেনি। তারা ইউক্রেনের প্রতিবেশ দেশ হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া সীমান্তে জড়ো হচ্ছে দেশে ফেরার উদ্দেশ্যে। ইতিমধ্যেই সেখান থেকে অনেকে ফিরে আসতে পেরেছে বিশেষ বিমানে। কিন্তু যারা এখনও সেখানে আটকে তাদের তৈরি হচ্ছে ভয়াবহ অভিজ্ঞতা। আর এই মৃত্যুর খবর যে তাদের আরও আতঙ্কিত করবে তা বলাই বাহুল্য। বেশিরভাগ ভারতীয় পড়ুয়া সেখানে গিয়েছে ডাক্তারি পড়তে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোই মূল লক্ষ্য। সেই মতো পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। কিন্তু তার মাঝেই এই মর্মান্তিক খবর। 

এদিকে গতকালই জানা গিয়েছিল যে ইউক্রেন সীমান্তে সেনারা ভারতীয়দের ওপর অত্যাচার করছে। ভারতীয় জানার পরেই অনেক পড়ুয়াকে ঠেলে আবার ইউক্রেনের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ব্যাগে লাথি মারা থেকে শুরু করে চুল ধরে টানার মতো ঘটনাও ঘটেছে। এমনকি শূন্যে গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ভিসার লাইন থেকে টেনে টেনে ভারতীয়দের বার করার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে বিরাট চাঞ্চল্যকর পরিস্থিতি সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *