ইসলামাবাদ: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদের বর্ষপূর্তি আগে ফের সংঘাত বাড়াল পাকিস্তান৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে দাবি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর তাঁদের৷ পাশাপাশি গুজরাতের একটা অংশে নিজেদের অংশ বলে পাক প্রধানমন্ত্রী দাবি করেছেন৷
টুইটারে ইমরান খান জানিয়েছেন, ৩৬৫ দিন ভারতীয় সেনাবাহিনী অনৈতিকভাবে জম্মু ও কাশ্মীকে দখল করে রেখেছে৷ এই মানচিত্র রাষ্ট্রসংঘে পেশ করা হয়েছে৷ টুইটারে তিনি লিখেছেন, আজ পাকিস্তানের ঐতিহাসিক দিন৷ আজ পাকিস্তান গোটা কাশ্মীরকে নিজেদের বলে দাবি করল৷ গত বছর ৫ অগস্ট থেকে ভারত কাশ্মীরে অবৈধভাবে ৩৭০ ধারা তুলে নিয়েছে৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একমাত্র কাশ্মীর সমস্যার সমাধান হওয়া সম্ভব৷’’ তিনি টুইটারে জানিয়ছেন, কাশ্মীরের মানুষদের জন্য পাকিস্তান ও পাক সরকার সব সময় পাশে আছে৷ পাকিস্তানের নয়া মানচিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সে দেশের বিদেশমন্ত্রী৷ শাহ মেহমুদ কুরেশি এই মানচিত্র নিয়ে বলেন, প্রতিটি পাক নাগরিকের জন্য আজকের দিনটা আনন্দের এতদিন পর পাকিস্তান সীমান্ত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
আগে নেপাল ভারতের অংশকে নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছিল। এই ঘটনার পর থেকেই ভারত নেপাল সম্পর্কের অবনতি হতে থাকে। পাকিস্তানের নয়া মানচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তান অবাস্তব একটা মানচিত্র তুলে ধরেছে। এই মানচিত্রের যেমন কোনও আইনি ভিত্তি নেই, তেমনি নেই কোনও আন্তর্জাতিক স্বীকৃতি৷ পাকিস্তান সন্ত্রাসবাদের সাহায্যে ভারতের যে জমি দখল করতে চায়, তার অভিসন্ধি এই মানতিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে।