নয়াদিল্লি: জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর একাধিক অভিযোগ রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে। পাশাপাশি, ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য তরুণদের নিয়োগ করা ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার সঙ্গেও যুক্ত রয়েছে সংগঠনটি। প্রসঙ্গত, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ সংগঠনটি জামাত-উল-মুজাহিদিন ভারত বা জামাত-উল-মুজাহিদিন হিন্দুস্তান নামেও পরিচিত।