কুলভূষণকে নতুন আইনজীবী নিয়োগের সুযোগ, সুরক্ষায় পাকিস্তানকে শর্ত আরোপ ভারতের

কুলভূষণকে নতুন আইনজীবী নিয়োগের সুযোগ, সুরক্ষায় পাকিস্তানকে শর্ত আরোপ ভারতের

নয়াদিল্লি:নতুন করে কুলভূষণ যাদব কাণ্ডে বিবৃতি দিয়ে পাকিস্তানকে শর্ত দিল ভারত। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগের ক্ষেত্রে ভারতকে আরেকটি সুযোগ দিচ্ছে ইসলামাবাদ হাইকোর্ট। এরপরই বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এবিষয়ে জানান, ডিপ্লোমেটিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে কুলভূষণ যাদবের সুরক্ষার কাজ চলছে। এবিষয়ে সবরকম পদক্ষেপ করছে দেশের সরকার।

৬ অক্টোবর পর্যন্ত বিষয়টি মুলতুবি রেখেছে ইসলামাবাদ হাইকোর্ট। গতমাসে ভারতের বিদেশমন্ত্রক জানায়, পাকিস্তানকে বলা হয়েছে,  কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনার জন্য ভারতীয় আইনজীবী নিয়োগ করা হোক। ভার্চুয়াল বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে। আন্তর্জাতিক আদালতের চিঠি এবং তার মর্যাদাকে মাথায় রেখে অবাধ এবং শান্তিপূর্ণ শুনানিতে বিশ্বাস করে ভারত। কুলভূষণ যাদবের জন্য পাকিস্তানকে ভারতীয় আইনজীবী নিয়োগের কথা বলা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র আরো বলেন,”পাকিস্তানের উচিত মূল বিষয় মনোযোগ দেওয়া। তার মধ্যে রয়েছে এই মামলায় সমস্ত নথি যোগান দেওয়া এবং কুলভূষণ যাদবকে অবাধ কূটনৈতিক সহায়তা দেওয়া।

ভারতের তরফেই যুক্তি দেওয়া হয়েছে যে, পাকিস্তানকে কুলভূষণ যাদবকে নিঃশর্ত এবং অবাধ কূটনৈতিক সহায়তা দিতে হবে। আরো বলা হয়েছে ভারতের কূটনৈতিক আধিকারিকদের সঙ্গে কুলভূষণ যাদবের সাক্ষাৎ যাতে কোন পাকিস্তানী আধিকারিকের উপস্থিতিতে না হয় এবং তা যেন ভয়হীন পরিবেশে এবং অবাধে হয় তা সুনিশ্চিত করতে হবে ইসলামাবাদকে। এছাড়াও কুলভূষণ যাদব এবং ভারতীয় কূটনৈতিক আধিকারিকদের আলোচনা যাতে কোনরকম অডিও বা ভিডিও রেকর্ডিং না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে পাকিস্তানকে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, কুলভূষণ যাদবের সঙ্গে ভারতের কূটনৈতিক আধিকারিকদের বৈঠকে গোপনীয়তা রক্ষা করতে হবে এবং সেই সময় কোন পাকিস্তানী আধিকারিকের উপস্থিত থাকা যাবেনা বা ওই বৈঠকের আলোচনা রেকর্ড করা যাবে না। পাকিস্তানের দাবি, ২০১৬ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে বালুচিস্তান থেকে কুলভূষণ যাদবকে গ্রেফতার করা হয়। তবে বিষয়টিতে একাধিকবার কূটনৈতিক সহায়তা না দিয়ে পাকিস্তান ভিয়েনা চুক্তির শর্ত লংঘন করেছে বলে ভারতের অভিযোগকে মান্যতা দেয় আন্তর্জাতিক আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =