চিনকে টক্কর, বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি বাতিল করল ভারত

নয়াদিল্লি: শেষ মুহূর্তে চিন সমর্থিত বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি আরইসিপি থেকে সরে এল ভারত৷ সোমবার ব্যাঙ্ককে বিশ্বের চিনের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে সম্মতি দিয়েছে৷ ভারত এবং তার মিত্র দেশগুলির স্বার্থরক্ষাকারী সব পক্ষই এই চুক্তিতে সমানভাবে লাভবান হবে বলে দাবি করে পূর্বে এই চুক্তিকে সমর্থন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু চুক্তি অনুসারে ধীরে ধীরে শুল্ক নির্মূল

চিনকে টক্কর, বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি বাতিল করল ভারত

নয়াদিল্লি: শেষ মুহূর্তে চিন সমর্থিত বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি আরইসিপি থেকে সরে এল ভারত৷ সোমবার ব্যাঙ্ককে বিশ্বের চিনের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে সম্মতি দিয়েছে৷ ভারত এবং তার মিত্র দেশগুলির স্বার্থরক্ষাকারী সব পক্ষই এই চুক্তিতে সমানভাবে লাভবান হবে বলে দাবি করে পূর্বে এই চুক্তিকে সমর্থন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

কিন্তু চুক্তি অনুসারে ধীরে ধীরে শুল্ক নির্মূল করা হবে৷ তাতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সস্তা চিনা পণ্য ও কৃষিজাত পণ্যের বাজার উন্মুক্ত ভারতীয় কৃষি ও ব্যবসায় ওপর প্রভাব বিস্তার করবে৷ এবিষয়টি চিন্তাভাবনা করেই চুক্তি থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন মোদি নিজেই৷ সরকারি সূত্রের দাবি, চুক্তিতে ভারতের মূল উদ্বেগের সমাধান করা হয়নি বলে প্রধানমন্ত্রীর এই চুক্তিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ জানিয়ে দিয়েছেন দেশের স্বার্থ নিয়ে কোনও আপস হবে না৷

আরইসিপি-র পুরো কথাটা হল রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আঞ্চলিক সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব৷ এই চুক্তি সাক্ষরিত হওয়ার কথা ছিল ভারত ও এশিয়ার আরও ১০টি এশিয়ান দেশ সঙ্গে এশিয়ার দেশগুলোর সঙ্গে মুক্ত বানিজ্যে থাকা পাঁচটি দেশ – চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ও নিউজিল্যান্ডের মধ্যে৷ এই ১৬টি দেশের হাতে মিলিতভাবে বিশ্বের মোট জিডিপির ৩০ শতাংশ এবং বিশ্বের অর্ধেক জনসংখ্যা রয়েছে৷ কাজেই এই চুক্তি শেষ পর্যন্ত হলে এটি বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বানিজ্যাঞ্চল হত৷

ভারত এই চুক্তি থেকে সরে আসার পর এখন বাকি দেশগুলি এই চুক্তি নিয়ে এগোবে নাকি চুক্তি নিয়ে ভারতের আপত্তিগুলি সমাধানের পথে যাবে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সংশ্লিষ্ট মহল মনে করছে ভারতকে বাদ দিয়েই বাকি ১৫টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =