বাড়ছে মুসলিম অত্যাচার, প্রতিবাদে পদ ছাড়লেন ৯ মন্ত্রী

কলম্বো: ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলঙ্কাজুড়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ৷ মুসলিম নাগরিকরা রয়েছেন তীব্র আতঙ্কে৷ নান অপবাদ জুটছে৷ চলছে হেনস্থা৷ দেশজুড়ে মুসলিম নাগরিকদের উপর অত্যাচার বেড়ে যাওয়ার ঘটনায় সরকার থেকে পদত্যাগ করেলন ৯ জন মুসলিম মন্ত্রী৷ পদ ছেড়েছেন দু’জন রাজ্যপাল৷ ইস্টারের দিন শ্রীলঙ্কার কয়েকটি গির্জায় জঙ্গি হামলায় ২৫০ জনের মৃত্যু হয়৷ তারপর সেদেশে সাম্প্রদায়িক হিংসা দাবানলের

বাড়ছে মুসলিম অত্যাচার, প্রতিবাদে পদ ছাড়লেন ৯ মন্ত্রী

কলম্বো: ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলঙ্কাজুড়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ৷ মুসলিম নাগরিকরা রয়েছেন তীব্র আতঙ্কে৷ নান অপবাদ জুটছে৷ চলছে হেনস্থা৷ দেশজুড়ে মুসলিম নাগরিকদের উপর অত্যাচার বেড়ে যাওয়ার ঘটনায় সরকার থেকে পদত্যাগ করেলন ৯ জন মুসলিম মন্ত্রী৷ পদ ছেড়েছেন দু’জন রাজ্যপাল৷

ইস্টারের দিন শ্রীলঙ্কার কয়েকটি গির্জায় জঙ্গি হামলায় ২৫০ জনের মৃত্যু হয়৷ তারপর সেদেশে সাম্প্রদায়িক হিংসা দাবানলের মতো ছড়িয়ে পড়ে৷ জরুরি অবস্থা জারি হলেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি৷ মুসলিম মন্ত্রীদের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে, এই অভিযোগও তোলা হয়েছে৷ মন্ত্রীদের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে বলে শ্রীলঙ্কার এক প্রভাবশালী বৌদ্ধ সন্ন্যাসী অনশনেও বসেছেন৷ এর পরই অপমানে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত ৯ মন্ত্রীর৷ পদত্যাগী মন্ত্রীরা জানিয়েছেন, চলতি বিতর্ক দমাতেই তাঁরা তাঁদের পদ ছাড়ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *