মর্গে লাশের স্তূপ, ঠাঁই নেই লাশকাটা ঘরেও! মার্কিন মুলুকে স্বজনহারা কান্না

মর্গে লাশের স্তূপ, ঠাঁই নেই লাশকাটা ঘরেও! মার্কিন মুলুকে স্বজনহারা কান্না

ক্যালিফোর্নিয়া: করোনার জেরে স্থগিত যাবতীয় সঙ্গীতানুষ্ঠান, নিষিদ্ধ জনসমাবেশ৷ থমকে গিয়েছে নির্মাণ কাজ৷ তা সত্ত্বেও ভ্রাম্যমান কুলার এবং কোল্ড স্টোরেজের ভাড়া চেয়ে অনবরত ফোন এসে চলেছেন কিথ ফুটারম্যানের মোবাইলে৷ নিউ ইয়র্কের হান্টিংটন স্টেশনের স্টিওয়ার্ট’স মোবাইল কনসেপ্টসের ডিরেক্টর ফুটারম্যান বলেন, ‘‘কি জানি ওরা কি করছে৷ তবে আমার কাছে অনবরত কল এসে চলেছে৷’’

করোনায় রীতিমতো ধুঁকছে আমেরিকা৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই অবস্থায় মর্গের পরিধি বাড়াতে বাড়তি জায়গার খোঁজ শুরু করেছে একাধিক হাসপাতাল৷ মর্গের জন্য জায়গা লাগবে মেরিল্যান্ডের একটি হাসপাতালেরও৷ ক্যালিফোর্নিয়ার একটি পরিবারের মালিকাধীন করবস্থানে প্রথমে খোঁজ নেয় কর্তৃপক্ষ৷ তারপর সন্ধান করা হয় একটি হোটেলের কুলার স্টোরেজের৷ বিভিন্ন জায়গায় চলছে রেফ্রিজারেটেড ট্রাকের খোঁজ৷ আমেরিকায় করোনা মহামারির আকার নিতেই ফুলে ফেঁপে উঠেছে রেফ্রিজারেটেড ট্রাক এবং স্টোরেজ ইন্ডাস্ট্রির ব্যবসা৷ 

হ্যারিকেন ক্যাটরিনা বা ৯/১১-র মতো দুর্যোগের সময় রেফ্রিজারেটেড ট্রেলারের ব্যবহার হতে দেখা গিয়েছে৷ তবে এত বিপুল পরিমাণে এর চাহিদা আগে লক্ষ্য করা যায়নি৷ প্রোটেকটিভ স্যুট পরে ট্রাকে হাজার হাজার মৃত দেহ তোলার ছবি গত কয়েক সপ্তাহ ধরেই আমেরিকার মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে৷ কিন্তু প্রশ্ন উঠেছে যখন এই অস্থায়ী মর্গগুলির প্রয়োজন হবে না, তখন ট্রেলারগুলিকে কী করা হবে৷  ইলিনয়ের কুক কাউন্টির মুখপাত্র নাতালিয়া ডেরিভ্যানি বলেন, ‘‘আমাদের ফরেন্সিক প্যাথলজিস্ট এবং মেডিক্যাল এগজামিনার অফিসের সকল কর্মীই প্রতিদিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখেন৷ কিন্তু একটি একক ঘটনায় এতজনের মৃত্যু আমাদের কাজও কঠিন করে তুলেছে৷’’ 

ইলিনয়, লুইসিয়ানা এবং ফ্লোরিডার মতো সম্ভাব্য হটস্পটগুলিতে ফাঁকা রেফ্রিজারেটেড ট্রেলার মজুত রাখা হচ্ছে৷ কুক কাউন্টির শিকাগো শহরে দুটি রেফ্রিজারেটেড ট্রাক এবং ৬৬ হাজার স্কোয়ারফুটের গুদামঘর প্রস্তুত রাখা হয়েছে৷ বৃহস্পতিবার পর্যন্ত এই শহরে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৫১ জনের৷ হাসপাতালের মর্গগুলির ৮৫ শতাংশই ভর্তি হয়ে গিয়েছে৷ ডেরিভ্যানি বলেন, ‘‘প্রার্থনা করি, এটা যেন আমাদের ব্যবহার করতে না হয়৷ তবে আমরা সম্ভাব্য সবরকম পরিস্থিতির জন্য তৈরি আছি৷’’

সাধারণত হাসপাতালে যাঁদের মৃত্যু হয়, তাঁদের দেহ সরাসরি শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়৷ কিন্তু কোভিড-১৯ সংক্রমণে মৃতদের ভীড়ে উপচে উঠেছে হাসপাতালের মর্গ৷ বাড়তি জায়গা খুঁজছেন মেডিক্যাল এগজামিনাররা৷ স্বাভাবিক পরিস্থিতিতে কারোর মৃত্যু হলে, তাঁর পরিবারের লোক যত শীঘ্র সম্ভব তাঁদের প্রিয়জনের দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যান৷ কিন্তু করোনায় কোনও ব্যক্তির মৃত্যু হলে, তাঁর পরিবারের বাকি সদস্যদেরও পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে৷ ফলে বাড়ছে সমস্যা৷

লুইসিয়ানায় বৃহস্পতিবার পর্যন্ত করোনার বলি ৭০২৷ ওই শহরে নিউ ওরল্যান্স এলাকায় ২০টি রেফ্রিজারেটেড ট্রাক  পাঠানো হয়েছে গভর্নরের দফতর থেকে৷ করোনা পরিস্থিতিতে গোটা আমেরিকাজুড়েই বাড়ছে রেফ্রিজারেটেড ট্রাকের চাহিদা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *