সমাজের নানান ক্ষেত্রে যখন মেয়েদের অবাধ আনাগোনা, ঠিক তখনই মৃত্যু ভয়ে নিজের দেশে ফিরতে ভয় পাচ্ছেন ইরানি তরুণী বাহারি জারে বাহারি৷ প্রায় দু’সপ্তাহের বেশি সময় ধরে তিনি ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দরে আটক রয়েছেন৷
জানা গিয়েছে, সম্প্রতি ফিলিপাইনের মিস ইন্টারকন্টিনেন্টাল সুন্দরী প্রতিযোগিতায় ইরানের হয়ে অংশগ্রহন করেছিলেন বাহারি৷ আর এরপরেই তিনি ফিলিপাইন সরকারের কাছে তাঁর নিজের দেশ ইরানে নিজের মৃত্যু ভয়ের আশঙ্কা প্রকাশ করে ফিলিপাইনে থাকার অনুমতি চেয়েছেন৷ জানা গিয়েছে, বাহারিকে ফিলিপাইনের ব্যুরো অব ইমিগ্রেশনের হেফাজতে রাখা হয়েছে৷ গত সপ্তাহে তিনি ম্যানিলার বিমানবন্দরে এলে তাঁকে আটক করা হয়৷ ওই ইরানি সুন্দরীর বিরুদ্ধে ফিলিপাইনে প্রবেশের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে৷ এ ছাড়াও তাঁর বিরুদ্ধে অপর একজন ইরানের বাসিন্দা হামলাসহ অনান্য অভিযোগ করেছেন৷
যদিও ওই তরুণী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, তিনি কোথাও কোনও অপরাধ করেননি৷ তাঁর বিরুদ্ধে যে মামলার কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন৷ তিনি জানান, ২০১৪ সাল থেকে তিনি ফিলিপাইনে দন্ত চিকিৎসা নিয়ে পড়ছেন৷ কিন্তু হঠাৎ নিজের দেশেই প্রাণহানির আশঙ্কার ব্যাপারে মুখ খুলতে গিয়ে বাহারি দাবি করেন, ওই প্রতিযোগিতা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে মঞ্চে তিনি ইরানের এক বিরোধী রাজনীতিবিদ রেজা পাহলভির ছবি নিয়ে তাঁকে সমর্থন করেন৷ এছাড়া সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নারীর অধিকার নিয়ে কথা বলায় তাঁর প্রতি অসন্তুষ্ট হয়েছে তেহরান৷ তাই তাকে নিশানা করেছেন তাঁরা৷
বাহারি জানান, তিনি দুবাইয়ে দুই সপ্তাহের ছুটি কাটিয়ে ফিলিপাইনে যান৷ আশ্চর্যজনক ভাবে দুবাইয়ে তাঁর ইমিগ্রেশন সংক্রান্ত কোনও সমস্যা না হলেও ম্যানিলা বিমানবন্দরে আসতেই আটকে দেওয়া হয় তাঁকে৷ জানানো হয়, ইন্টারপোলের খাতায় তাঁর নাম রয়েছে৷