লাহোর : রমজান মাসের শুরুতেই বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর। বুধবার সকালে, পঞ্জাব প্রদেশের একাদশ শতকের দাতা দরবার দরগার প্রধন ফটকের বাইরে বিস্ফোরণ হয়।
এখন পর্যন্ত ৮জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত কমপক্ষে ২৪জন। সুফি দরগার সামনে রাখা একটি পুলিসের গাড়ি লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটনা হয় বলে সূত্রের খবর৷ আত্মঘাতী বিস্ফোরণ বলে অনুমান পুলিসের৷ তিন পুলিসকর্মী, একজন নিরাপত্তাকর্মী ও একজন নাগরিক সহ ৮জনের মৃত্যুর খবর মিলেছে। কলম্বোর ধর্মীয় স্থানে বিস্ফোরণে ঘটনার পরে, ফের মসজিদের হামলায় চিন্তিত সমাজবিদরা।