ঢাকা: শনিবার সকালে বাংলাদেশে ঢুকে খুলনা, যশোহর ও সাতক্ষীরা হয়ে ঘূর্ণিঝড় ফনি উত্তর-উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ফনির আঘাতে শুক্রবার রাতে ও শনিবার সকালে নোয়াখালি,ভোলা, বরগুনা ও বাগেরহাটে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ঢাকায় আজ শনিবারও বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ফনি যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দেশের মধ্যাঞ্চল দিয়ে একেবারে মেঘালয়ের দিকে চলে যাবে।