ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৬২ জন পুলিশের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। যার ফলে ১৭০০ বেশি পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, যাঁরা সোমবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা সকলেই ঢাকাতে কর্মরত ছিলেন। সোমবার ঢাকার একজন পুলিশ কমিশনার করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
বাংলাদেশে করোনা সন্দেহে ১১০৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, আট হাজারের বেশি পুলিশ কর্মীকে বলে জানা গিয়েছে। ব্যাপক পরিমাণে পুলিশ কর্মী আক্রান্ত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশে। বাংলাদেশে আিন শৃঙ্খলা ভেঙে পড়তে পারে বলে বিশেষজ্ঞ মহল আশঙ্কা প্রকাশ করেছেন।
বাংলাদেশে বেশ কিছু বাজার খুলে দেওয়ার পরেই উপছে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কোনও ক্ষেত্রেই সামাজিক দুরত্ব মানা হচ্ছিল না বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে বাজার বলে জানা গিয়েছে। অন্য দিকে, জানা গিয়েছে, গত নয় দিনে করোনা উপসর্গ নিয়ে ঢাকায় ৯৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে করোনা নেগেটিভ এসেছে বলে ঢাকা মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়েছে।
লকডাউন শিথিল করার পরেই বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ল। গত ২৪ ঘণ্টায় বাংলা দেশে ১০৩৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত করা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫,৬৯১। করোনায় মারা গিয়েছেন ২৩৯ জন বলে জানা গি্য়েছে।