করাচি: পাকিস্তানে কি ফের ফিরতে চলেছে সেনা শাসন? সরকারিভাবে এমন কোনও বিবৃতি এখনও জারি না হলেও দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ফিরিয়ে আনতে পাকিস্তানের প্রথম সারির শিল্পপতিদের নিয়ে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার তিনটি বৈঠক সেই বার্তা দিয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল৷
সূত্রের খবর বিগত কয়েক মাসের মধ্যে এই তিনটি বৈঠক হয়েছে দেশের বাণিজ্যিক রাজধানী করাচিতে৷ রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনী সদর দপ্তরে তিনটির মধ্যে দুটি বৈঠক হয়েছে৷ রাওয়ালপিন্ডিতে বৈঠকের খবর স্বীকার করে নিয়েছে পাক সংবাদমাধ্যম৷ সবথেকে বড় কথা এই দুই বৈঠককে ঘিরে পাকিস্তান এখন দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে৷ শিল্প-বাণিজ্য মহলে খুশির হাওয়া বইছে৷ কেননা, সেই দেশের আর্থিক নিষেধাজ্ঞায় সন্তোষ প্রকাশ করে শিল্পপতিদের দাবি, অর্থনীতির এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা পাকিস্তান সরকারের নেই৷ রয়েছে একমাত্র সেনাবাহিনীর৷ যদিও সেনাবাহিনীর সেনা প্রধানের এই ভূমিকা অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন সে দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞ ও প্রাবন্ধিক ইউসুফ নাজার৷
তিনি জানিয়েছেন, নিরাপত্তায় সেনাবাহিনীর আধিপত্যের পাশাপাশি অর্থনীতির হাল ফেরাতে দায়িত্ব তুলে নেওয়া আসলে নিঃশব্দ সেনা অভ্যুত্থান৷ আজ না হলে কাল সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দেশ শাসনের ভার নিজের কাঁধে তুলে নেবেন৷ যদিও পাকিস্তানের ইতিহাস বলছে বরাবর প্রধানমন্ত্রীর পদকে নিয়ন্ত্রণ করে আসছে পাক সেনা৷ আর সেই ধারায় এবার ইমরানের কুরসি টলিয়ে দিতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷