মহিলাদের পর্দা-প্রথা বোঝাতে গিয়ে বিকিনি-অস্বস্তিতে পাক প্রধানমন্ত্রী

মহিলাদের পর্দা-প্রথা বোঝাতে গিয়ে বিকিনি-অস্বস্তিতে পাক প্রধানমন্ত্রী

পাকিস্তান: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে ধর্ষণ রুখতে একের পর এক দাওয়াই বাতলে চলেছেন ইমরান খান৷ এবার দিন কয়েক আগে ধর্ষণ রুখতে মেয়েদের পর্দা প্রথার কথা বলতেই আমজনতার ট্রোলের শিকার হলেন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷

সেদেশের প্রধানমন্ত্রী ক’দিন আগেই বলেন, শুধু আইন করে যেমন দুর্নীতি বন্ধ করা যায় না, সেরকম ধর্ষণ বন্ধ করতেও আমজনতাকেই মুখ্য ভূমিকা নিতে হবে। তাঁর কথায়, ‘আমাদের পর্দাপ্রথার সংস্কৃতিকে উৎসাহ দিতে হবে যাতে প্রলোভন বন্ধ যায়।’ এই প্রসঙ্গে ভারত এবং ইউরোপের দেশগুলোর দুর্নাম করেন তিনি। এই প্রসঙ্গে তাঁর আরও মন্তব্য, ‘দিল্লি হচ্ছে রেপ-ক্যাপিটাল এবং ইউরোপে অশ্লীলতা পরিবারতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।’ এই খবর প্রকাশিত হতেই ফের ট্রোলের শিকার হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে বিকিনি পরিহিত এক বিদেশিনীর সঙ্গে তাঁর ভিডিও পোস্ট করে এক ব্যক্তি তাঁকেই ট্রোল করেন।

ফাহাদ দেশমুখ নামে এক ব্যক্তি ইমরানের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওয় দেখা যাচ্ছে, বিকিনি পরিহিত এক শ্বেতাঙ্গ তরুণীর সঙ্গে সমুদ্র থেকে স্নান সেরে উঠে আসছেন ইমরান। যদিও এই ভিডিওটি যখন ইমরান ক্রিকেট খেলতেন সেই সময়কার। তবু সেটাকেই টুইটারে তুলে ওই ব্যক্তি লেখেন, ‘এই লোকটা পর্দাপ্রথা নিয়ে জ্ঞান দিচ্ছে।’ ভিডিওটি পোস্ট করা ইস্তক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

 

 

ইমরান খানকে প্রশ্ন করা হয়, দেশের আইনকানুন ব্যবস্থা খারাপ, ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে, সরকার কি পদক্ষেপ করছে? জবাবে এর জন্য পর্নোগ্রাফিকে দায়ী করেন তিনি৷ তিনি বলেন, শুধুমাত্র সরকার এটা বন্ধ করতে পারবে না৷ সমাজের সব মানুষকে পর্নোগ্রাফির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে৷ এখন ডির্ভোসের ঘটনাও বেড়ে গিয়েছে, প্রায় ৭০ শতাংশ৷ এরপরই টুইটারে এর প্রতিবাদে সোচ্চার হন অনেকেই৷ অনেকের বক্তব্য, পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণের ঘটনায় একটি ভিত্তিহীন ব্যাখ্যা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *