১০ বছর জেলে রাখতে চায় সেনা! বিস্ফোরক দাবি ইমরানের

১০ বছর জেলে রাখতে চায় সেনা! বিস্ফোরক দাবি ইমরানের

লাহোর: তোষাখানা মামলা সহ আরও একাধিক মামলায় পাক রেঞ্জার্স পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছিল। কিন্তু এই মুহূর্তে তিনি জামিন পেয়েছেন। তবে প্রথম থেকেই পাক বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন ইমরান। তাঁকে অত্যাচার করা হয়েছে, বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছে বলেও দাবি করেছেন। এবার তাঁর অভিযোগের তালিকা আরও বাড়ল। ইমরান দাবি করলেন, তাঁকে দশ বছর জেলে রাখার ছক কষেছে সেনা। এক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন ‘লন্ডন প্ল্যান’-এর কথা। 

শেষ কয়েকদিনে ইমরান সমর্থকদের রোষানলে পড়ে পাক বাহিনীর রাওয়ালপিন্ডির সেনা সদর দফতর, পাক সেনার লাহোরের কমান্ডারের বাড়ি, সহ একাধিক সেনা শিবির তছনছ হয়েছে। পিটিআই-এর সমর্থকেরা সেনাবাহিনীর সদর দফতরের ফটক ভেঙে জোর করে ঢুকে পড়ে। তারপরে সেখানে চলে তাণ্ডব, জ্বালিয়ে দেওয়া হয় সদর দফতর। শুধু রাওয়ালপিন্ডির এই সেনা দফতরেই নয় তান্ডব চলে লাহোর, করাচির সেনা নিবাসেও। সেখানে ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় আগুন। তবে ইমরান খান জামিন পাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। কিন্তু অভিযোগ কিছু কম হচ্ছে না। এমনিতে ইমরানের বিরুদ্ধে একশোরও বেশি মামলা চলছে। এরই মাঝে তিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার কথাও বলেছেন।