এবার রবীন্দ্রনাথকেও নিস্তার দিলেন না ইমরান, সাহিত্যজ্ঞানে স্তম্ভিত বাংলা

করাচি: খলিল গিব্রানের শরণাগত হতে গিয়ে রবীন্দ্রনাথকে টেনে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন পাক প্রধান ইমরান খান৷ বুধবার হঠাৎ পাক প্রধানমন্ত্রী ইমরান একটি টুইট করেন৷ টুইটার পোস্ট ইমরান লেখা, “I slept and I dreamed that life is all joy. I woke and I saw that life is all service. I served and I saw that

এবার রবীন্দ্রনাথকেও নিস্তার দিলেন না ইমরান, সাহিত্যজ্ঞানে স্তম্ভিত বাংলা

করাচি: খলিল গিব্রানের শরণাগত হতে গিয়ে রবীন্দ্রনাথকে টেনে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন পাক প্রধান ইমরান খান৷

বুধবার হঠাৎ পাক প্রধানমন্ত্রী ইমরান একটি টুইট করেন৷ টুইটার পোস্ট ইমরান লেখা, “I slept and I dreamed that life is all joy. I woke and I saw that life is all service. I served and I saw that service is Joy.” পোস্টে বেমালুম তিনি দাবি করে বসেন, উদ্ধৃতিটি খলিল গিব্রানের৷ লেবানিজ শিল্পী খালিল গিব্রান বিশ্ববন্দিত শিল্পী৷ তাঁর প্রফেটের অগণিত অনুরাগী ছড়িয়ে রয়েছে গোটা পৃথিবী জুড়ে৷ টুইটটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ পাক প্রধানমন্ত্রীর সাহিত্যজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা৷ ইমরানকে তথ্য যাচাইয়ের জন্য পরামর্শ দিয়ে নেটিজেনরাই জানিয়ে দেন, উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অনুবাদ৷

তবে এমন ভুল এই প্রথম নয়, এর আগেও নানা ট্রোলড হয়েছেন ইমরান৷ বালাকোটের হামলার পরও নেটিজেনদের সামনে আসে তিনি রক্তচাপ মাপাচ্ছেন৷ ভারত-পাক ম্যাচ নিয়েও ইমরান ট্রোলড হন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *