মোদি-ট্রাম্পের বৈঠক শেষে বিদ্রোহ ঘোষণা ইমরানের

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জি-৭ বৈঠকের পর বিদ্রোহ ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাক সংবাদমাধ্যমে ইমরান খান ভারত-মার্কিন বৈঠক নিয়ে তুমুল সমালোচনা করেছেন৷ সংবাদমাধ্যমে পাক-প্রধানমন্ত্রীর দাবি, ‘‘পরমাণু যুদ্ধ হলে ভারত জিতবে না৷ পাকিস্তানও জিতবে না৷ কিন্তু শক্তিধর দেশগুলির এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া উচিত৷ ভারত-পাক সম্পর্কে অবিলম্বে তাঁদের

মোদি-ট্রাম্পের বৈঠক শেষে বিদ্রোহ ঘোষণা ইমরানের

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জি-৭ বৈঠকের পর বিদ্রোহ ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাক সংবাদমাধ্যমে ইমরান খান ভারত-মার্কিন বৈঠক নিয়ে তুমুল সমালোচনা করেছেন৷

সংবাদমাধ্যমে পাক-প্রধানমন্ত্রীর দাবি, ‘‘পরমাণু যুদ্ধ হলে ভারত জিতবে না৷ পাকিস্তানও জিতবে না৷ কিন্তু শক্তিধর দেশগুলির এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া উচিত৷ ভারত-পাক সম্পর্কে অবিলম্বে তাঁদের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন৷ কিন্তু তা হচ্ছে না৷’’

সোমবার জি-৭ বৈঠকে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী৷ ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে নরেন্দ্র মোদির ঘোষণা করেন, ‘‘ভারত-পাকিস্তান সম্পর্ক দ্বিপাক্ষিক৷ এই বিষয়ে পৃথিবীর অন্য কোনও দেশের সহযোগিতার প্রয়োজন নেই৷’’ মোদির পাশে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, ‘‘ভারত ও পাকিস্তানের সম্পর্ক দ্বিপাক্ষিক বিষয়৷ উভয় পক্ষের উচিত সমস্যা মিটিয়ে নেওয়া৷’’

বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট তাঁর টুইটার পেজে লেখেন, ‘‘ভারত আমাদের খুব ভাল বন্ধু৷ বন্ধু নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে খুব সন্তুষ্ট হলাম৷ ভারতের সঙ্গে আমেরিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন বজায় রাখবে৷’’ ভারত-মার্কিন প্রশাসনিক বৈঠক ঘিরে যখন জি-৭ বৈঠক চলছে, তখনই বিদ্রোহ জারি করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twelve =