চিন : বাড়িতে একমাত্র মেয়ে পড়াশোনায় খুবই অমনোযোগী। হোমওয়ার্কেই তাঁর অনীহা দেখে মহাচিন্তায় পরেছিলেন বাবা। শেষ পর্যন্ত বুদ্ধি খাটিয়ে এমন উপায় বের করলেন তিনি, যেটা সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এবং সময় যত এগোচ্ছে, ততই হু হু করে বাড়ছে ভিউয়ার্স। দক্ষিন-পশ্চিম চিনের গুইঝাউ প্রদেশের জু লিয়াং সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর পোষা সারমেয়টি গৃহশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ।
ভিডিওতে দেখা যাচ্ছে, যতক্ষণ ওই ছোট্ট মেয়েটি হোমওয়ার্ক করছে, ততক্ষণই পোষা কুকুরটি নড়চড় করেনি। বরং একদৃষ্টে সে নজর রেখেছে হোমওয়ার্কে মালিকের মেয়ে ফাঁকি দিচ্ছে কিনা। একটি সারমেয়ের এহেন কীর্তি দেখে বাহবা দিচ্ছেন তামাম বিশ্বের নেটিজেনরা। ফাগুয়ান নামে ওই কুকুরটির মাতিক জু লিয়াং জানিয়েছেন, মেয়ের অন্যমনস্কতা কাটাতেই আমি পোষ্যটিকে প্রশিক্ষণ দিয়েছিলাম। কিন্তু ফাগুয়ানের শেখার আন্তরিকতায় আমার চেষ্টা সফল হয়েছে। আর বাড়ির প্রিয় পোষ্যকে গৃহশিক্ষক হিসেবে পেয়ে দারুণ খুশি ছোট্ট জিংইয়া।