যুদ্ধবন্দি সেনাকে উদ্ধার, হামাসের একাধিক বাঙ্কার গুড়িয়ে দিল ইজরায়েল

যুদ্ধবন্দি সেনাকে উদ্ধার, হামাসের একাধিক বাঙ্কার গুড়িয়ে দিল ইজরায়েল

idf

গাজা: গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্টাইন গোষ্ঠী হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা এখনই থামার নয়। বরং দিন যত এগোচ্ছে তত শক্তিশালী হামলা হচ্ছে। ইতিমধ্যেই দু’পক্ষের কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে প্রায় ৪০ শতাংশ শিশু। তবুও সংঘর্ষ থামার নয়। নতুন করে আবার হামাসের উদ্দেশ্যে হামলা চালিয়েছে ইজরায়েল। জানা গিয়েছে, এই হামলার প্রেক্ষিতেই যুদ্ধবন্দি এক সেনাকে উদ্ধার করে এনেছে তারা। পাশাপাশি হামাসের বেশ কয়েকটি ডেরাও ধ্বংস করা হয়েছে। 

প্যালেস্টাইনের ওপর হামলা চালিয়ে ইজরায়েল হামাস বাহিনীকে নিঃশেষ করতে চেয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছিল, তাদের বহু বাঙ্কার এবং গোপন ডেরা ধ্বংস করেছে তারা। মঙ্গলবার নতুন হামলায় আরও চাপ বেড়েছে হামাস বাহিনীর। কয়েক দিন আগেই গাজায় ঢুকে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করে ইজ়রায়েলি সেনা। তাতেই তারা সাফল্য পাচ্ছে বলে জানান হয়েছে। আইডিএফ জানিয়েছে, হামাসের বেশ কয়েকটি সুড়ঙ্গে হামলা চালানো হয় তাতে কয়েকজন জঙ্গি খতম হয়েছে। একই সঙ্গে এক যুদ্ধ বন্দি সেনাও উদ্ধার হয়েছে। তারা এও জানিয়েছে, গত দু’দিন ধরে হামাসের ৩০০টি ডেরায় হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ট্যাঙ্ক এবং রকেট লঞ্চিং প্যাডও ধ্বংস করা হয়েছে।

তবে গাজায় মৃত্যুর যে পরিসংখ্যান উঠে আসছে তা উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বের। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পর্যন্ত শুধু প্যালেস্টাইনে মারা গিয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। আহত ২০ হাজারেরও বেশি। এছাড়া গাজার ওয়েস্ট ব্যাংকেও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক! আর গাজায় গত তিন সপ্তাহে অন্তত ৩ হাজার ৩০০ শিশু প্রাণ হারিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 8 =