২০ হাজারি মাসিক বেতনে লন্ডনে কাজ করতাম: নীরব মোদী

লন্ডন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,০০০ কোটি টাকা অর্থ জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক ভারতীয় হিরে ব্যবসায়ী নীরব মোদীকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ৷ আজ ব্রিটেনের আদালতে দাঁড়িয়ে নীরব জানান, মাত্র ২০ হাজার পাউন্ড অথাৎ ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ টাকার মাসিক বেতনে লন্ডনে কাজ করছিলেন তিনি৷ এই মন্তব্য শুনতেই লন্ডন আদালতের তরফে আপাতত নীরব মোদীকে ২৯ মার্চ পর্যন্ত

২০ হাজারি মাসিক বেতনে লন্ডনে কাজ করতাম: নীরব মোদী

লন্ডন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,০০০ কোটি টাকা অর্থ জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক ভারতীয় হিরে ব্যবসায়ী নীরব মোদীকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ৷ আজ ব্রিটেনের আদালতে দাঁড়িয়ে নীরব জানান, মাত্র ২০ হাজার পাউন্ড অথাৎ ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ টাকার মাসিক বেতনে লন্ডনে কাজ করছিলেন তিনি৷ এই মন্তব্য শুনতেই লন্ডন আদালতের তরফে আপাতত নীরব মোদীকে ২৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়৷

বিচারপতি বলেন, “যে বিপুল অঙ্কের অর্থ কেলেঙ্কারির অভিযোগ জড়িয়ে রয়েছে আপনার বিরুদ্ধে, তারপর আপনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা-সবটা নিয়েই আপাতত আপনাকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হল৷ কারণ, আমার কাছে এমন যথেষ্ট প্রমাণ রয়েছে৷ ২৯ মার্চ পর্যন্ত জেল হেফাজত থাকবেন আপনি৷’’

আদালতের তরফে এই ঘোষণা করার পর নিজের জামিনের জন্য ৫ লক্ষ পাউন্ড অর্থ দিতে চেয়েছিলেন ৪৮ বছর বয়সী নীরব মোদী। তাঁর দাবি, তাঁকে আপাতত জামিন দেওয়া হোক। তিনি তদন্তে সম্পূর্ণ সাহায্য করবেন। কিন্তু, সেই আবেদন নাকচ হয়ে যায়। আপাতত তাঁকে আরও কয়েকটা দিন কাটাতে হবে স্কটল্যান্ড ইয়ার্ডের জিম্মায়। জামিন পেচে পলাতক হিরে ব্যবসায়ী তাঁর মাসিক ২০ হাজার পাউন্ডের বেতনের স্লিপ দেখান। তিনি যে নিয়মিত কর দেন, তার প্রমাণও আদালতে পেশ করেছেন। এছাড়া, ন্যাশনাল ইনসুরেন্সের নম্বরও রয়েছে তাঁর কাছে। কিন্তু, তাতেও গলেনি আদালতের মন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =