বিশ্ব-সেরা ধনীর ঘরে বেড়ে ওঠার অভিজ্ঞতা কেমন? জানালেন গেটস কন্যা জেনিফার

বিশ্ব-সেরা ধনীর ঘরে বেড়ে ওঠার অভিজ্ঞতা কেমন? জানালেন গেটস কন্যা জেনিফার

নিউ ইয়র্ক: বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বড় মেয়ে হলেন জেনিফার গেটস৷ এক কথায় সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে তাঁর৷ কিন্তু ছোট থেকে এই অগাধ সম্পদশালী পরিবারের মধ্যে বেড়ে ওঠার সুবিধা কি? সম্প্রতি সেই বিষয়েই সাইডলাইনস ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন জেনিফার৷ যা জুলাইয়ের সংখ্যায় প্রকাশি হয়৷ 

ওই সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, ‘‘আমি বিপুল সুখ স্বচ্ছন্দ্যের মধ্যে জন্মগ্রহণ করেছি৷ আমি মনে করি সেই সুযোগের সদব্যবহার করে যে বিষয়গুলি নিয়ে আমি প্যাশনেট, সেগুলি সেখার সুযোগ পেয়েছি৷ আশা রাখি এই শেখার মধ্যে দিয়েই বিশ্বকে আরও কিছুটা সুন্দর করে তুলতে পারব৷’’  

২০১৮ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পান বিল গেটস তনয়া জেনিফার৷ বর্তমানে মাউন্ট সিনাইয়ের আইকাহান স্কুল অফ মেডিসিনে পড়াশোনা করছেন তিনি৷ জেনিফার সাইডলাইনসকে জানান, ছোটবেলায় তাঁর পিডিয়াট্রিশিয়ানই ছিলেন তাঁর রোল মডেল৷ তিনিই প্রথম তাঁর সৌভাগ্যকে উপলবব্ধি করতে শিখিয়েছিলেন এবং উৎসাহিত করেছিলেন হিউম্যান বায়োলজি নিয়ে পড়াশোনা করতে৷ জেনিফার জানান, তিনি সম্ভবত একজন শিশুরোগ বিশেষজ্ঞ কিংবা পারিবারিক চিকিৎসক হয়ে উঠবেন৷ একই সঙ্গে কেরিয়ারের অন্যান্য দিকগুলোও তিনি খোলা রাখতে চান৷  

গেটস কন্যার কথায়, ‘‘আমি যে ক্রমাগত শিখতে পারছি, তাতেই আনন্দিত৷ যে টুকু শিখতে পারছি, সকলের সঙ্গে সেটা ভাগ করে নিতে চাই৷’’ জেনিফার আরও বলেন, ‘‘আমরা সকলেই মানুষ৷ আমাদের সকলেরই বিভিন্ন অভিজ্ঞতা আছে৷ তবুও আমরা সকলেই আমাদের জীবনের উত্থান-পতন এবং আনন্দকে উপভোগ করি৷ তার একটা সার্বজনীন সত্যতা রয়েছে৷ অন্যের অভিজ্ঞতা সম্পর্কে, তাঁরা কোন পথে চলছে সে সম্পর্কে জানতে পারলে ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হয়ে উঠতে পারব৷’’ 

এছাড়াও ঘোড় সওয়াড়ির সখও রয়েছে তাঁরা৷ ওই সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, একদিন এফইআই নেশনস কাপে আমেরিকার দলে জায়গা পাবেন বলেও আশাবাদী তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + thirteen =