পঞ্জশির দখলে শয়ে শয়ে ‘যোদ্ধা’ পাঠাচ্ছে তালিবান, জবাব দিতে প্রস্তুত মাসুদ বাহিনী

পঞ্জশির দখলে শয়ে শয়ে ‘যোদ্ধা’ পাঠাচ্ছে তালিবান, জবাব দিতে প্রস্তুত মাসুদ বাহিনী

কাবুল:  প্রায় গোটা আফগানিস্তান দখল করেছে তালিবান৷ কিন্তু দাঁত ফোটাতে পারেনি পঞ্জশিরে৷ উল্টে তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে তাদের৷ তালিবানি শাসনের প্রথম পর্বেও পঞ্জশির ছিল মুক্ত৷ এবার সেই পঞ্জশিরের দিকেই হাত বাড়াচ্ছে তালিবান৷ পঞ্জশির উদ্ধারে শয়ে শয়ে তালিব যোদ্ধাকে পাঠানো হচ্ছে সেখানে৷ 

আরও পড়়ুন- তালিবানি অত্যাচা, ১০ বছর পুরুষ সেজে ছিলেন এই আফগান মহিলা

প্রায় ৪৫ দিনে প্রায় গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান৷ বিনা যুদ্ধে আত্মসমর্পন করেছে একের পর এক প্রদেশ৷ বিনা দ্বন্দ্বে মসনদ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আবদুল গনি৷ কিন্তু আত্মসমর্ন করেনি হিন্দুকুশ পর্বতের পাদদেশে অবস্থিত পঞ্জশির উপত্যকা। আহমেদ মাসুদের নেতৃত্বে বুক চিতিয়ে লড়াই করছে এই প্রদেশ৷ তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন ভাইস প্রেসিডেন্ট  আমরুল্লা সালেহ৷ গত কয়েক দিন ধরে কঠিন প্রতিরোধের মুখে পড়ে পিছু হঠতে হয়েছে তালিবানকে৷ এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে এই জঙ্গি গোষ্ঠী৷ পঞ্জশিরের দিকে রওনা হয়েছে শয়ে শয়ে তালিবান যোদ্ধা৷ 

সম্প্রতি তালিবানের তরফে টুইট করে বলা হয়, ‘‘শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়নি স্থানীয় প্রশাসন৷ সে কারণেই পঞ্জশিরের উদ্দেশে রওনা হয়েছে ইসলামিক আমিরশাহির শতাধিক মুজাহিদিন৷’’ অন্যদিকে, তালিবানের বিরুদ্ধে যাঁরা অস্ত্র তুলে নিতে চাইছেন, তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্জশিরে উপস্থিত হচ্ছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। আহমেদ মাসুদও রবিবার এক সংবাদমাধ্যমকে জানান, ‘‘আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে পূর্বতন গনি সরকারের বহু সেনা পঞ্জশিরে পৌঁছেছেন।’’ তালিবানের আগ্রাসন রুখতে তৈরি পঞ্জশির। আগামী দিনে তালিবান কি পঞ্জশির প্রদেশ দখল নেবে? নাকি তাদের শূন্য হাতেই ফিরতে হবে, সে দিকে নজর রয়েছে গোটা বিশ্বের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =