নিউ ইয়র্ক: নিমেষে দু’হাতে মাথার উপর তুলে ধরছেন জওয়ান ছেলেদের৷ তারপর একে একে ছুড়ে ফেলে দিচ্ছেন মাটিতে রাখা গদির উপর৷ ছেলেগুলি যেন খেলনা পুতুল৷ মেয়ে তো নয়, এ যেন ‘দস্যি মেয়ে’!
আসলে এটি এক ধরনের খেলা৷ যেখানে যত দ্রুত সম্ভব একের পর এক মানুষকে অনেকটা ওয়েট লিফটিং-এর কায়দায় দু’হাত দিয়ে মাথার উপর তুলে ধরার পর ফেলে দিতে হয় মাটিতে রাখার গদির উপরে৷ এই খেলার নাম ‘লিফট অ্যান্ড থ্রো’৷ গিনেস রেকর্ডে নাম তুলতে ‘হিউম্যান থ্রোয়িং স্ট্রংওম্যান কনটেস্ট’-এ নাম দিয়েছিলেন দুই মহিলা প্রতিযোগী৷ সেই প্রতিযোগিতায় রেকর্ড সময়ে দশজন পুরুষকে লিফট এবং থ্রো করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন আমেরিকার মেয়ে লিফিয়া ইনগালস৷ তাঁর সময় মাত্র ৩৯.৫০ সেকেন্ড৷
এটাই এখনও পর্যন্ত সবচেয়ে কম সময়৷ অবিশ্বাস্য কম সময়ে সবচেয়ে দ্রুত ‘লিফট অ্যান্ড থ্রো’-তে ১০ জন ব্যক্তিকে ছুড়ে ফেলে গিনেস রেকর্ড করেন ইনগালস৷ তার সময় মাত্র ৩৯.৫০ সেকেন্ড৷ তাঁর নিকটতন প্রতিদ্বন্দ্বী ইয়ানাও কড়া টক্কর দিয়েছিলেন৷ তবে তাঁর সময় ৪৮.৪১ সেকেন্ড৷ যাবতীয় রেকর্ড চুরমান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেন ইনগালস৷
প্রসঙ্গত, এর আগে এই রেকর্ড ছিল ইয়ানার ঝুলিতেই৷ এর আগে তাঁর রেকর্ড সময় ছিল ১ মিনিট ১৬ সেকেন্ড৷ এদিন নিজের রেকর্ড ভাঙলেও, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হাত ছাড়া হয় তাঁর৷ শিরোপা ওঠে ইনলালসের মাথায়৷ বিভিন্ন খেলাধুলোয় ও শক্তিতে মেয়েরাও যে ছেলেদের থেকে পিছিয়ে সে কথাই যেন প্রমাণ করলেন এই মার্কিন তরুণী৷