মধ্যরাতে বিধ্বংসী ভূমিকম্প, নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ১০০

মধ্যরাতে বিধ্বংসী ভূমিকম্প, নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ১০০

huge earthquake

কাঠমান্ডু: তখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে আছে। আচমকাই কেঁপে ওঠে মাটি। আর কিছুক্ষণের সেই কম্পনের জেরেই তছনছ হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালের একাংশ। কম্পনের অভিঘাত এতটাই ছিল যে, তার প্রভাবে কেঁপে ওঠে ভারতের নয়াদিল্লি, এনসিআর, অযোধ্যা সহ উত্তর ভারতের একটা বড় অংশ। জানা গিয়েছে, নেপালের এই ভূমিকম্পে ইতিমধ্যেই ১০০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। স্বাভাবিকভাবেই আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। 

ন্যাশেনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। বেশ কিছুক্ষণ ধরে টের পাওয়া গিয়েছিল কম্পন। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ভূমিকম্পের জেরে বেশ কয়েকটি বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়েছে, পাশাপাশি বহু বাড়িতে চওড়া ফাটল ধরেছে। ভেঙে পড়া বাড়ির তলায় বহু মানুষ চাপা পড়ে আছেন বলেও আশঙ্কা। জানা গিয়েছে, পশ্চিম রুকুম এবং জাজারকোটে এখনও পর্যন্ত সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, এই নিয়ে গত এক মাসের মধ্যে তিন বার কেঁপে উঠল নেপাল। 

এমনিতেই নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। তাই মাঝে মাঝেই কম্পন অনুভূত হয় এই দেশে। এবারেও তাই হল। যদিও শেষ কয়েকটি কম্পনের তুলনায় এবারের ভূমিকম্প একটু বেশিই প্রভাব ফেলেছে। কারণ নেপালের সঙ্গে ভারতের একটা বড় অংশেও তা অনুভূত হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =