আজকের দিনে প্রায় প্রত্যেক মানুষের হাতেই স্মার্টফোন আর সেই ফোনেই ফেসবুক। ফেসবুকে মজে দেশবাসী, নিতান্ত জন্মদিন থেকে মৃত্যুদিন ফেসবুকে পোস্ট না দিলে আর মানসম্মান থাকেনা আম জনতার। কিন্তু জানেন, এই ফেসবুকে যারা কাজ করেন তাদের বেতন কত? শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, ফেসবুকে যারা ট্রেনি হিসেবে কাজ শুরু করেছেন তাঁরাই প্রতি মাসে সাম্মানিক হিসেবে প্রায় ৫ লক্ষ ৬১ হাজার টাকা পাচ্ছেন। এখন নিশ্চয়ই কৌতূহল হচ্ছে এটা জানতে, যদি স্টাইপেন্ড হিসেবেই এত টাকা পাওয়া যায় তবে বেতন কত হতে পারে? সেখানেও চমক লাগতে বাধ্য, ফেসবুকের কর্মচারীদের গড় বেতন মাসিক ১৪ লক্ষ টাকা।
ফেসবুকের পরই রয়েছে অ্যামাজন, যারা একজন ট্রেনিকে মাসিক ৫ লক্ষ ৪১ হাজার টাকা স্টাইপেন্ড দিয়ে থাকে। সেখানে গুগুলে শিক্ষানবিশ হিসেবে ঢুকলে মাসিক ৫ লক্ষ ২৫ হাজার টাকা সাম্মানিক পাওয়া যায়। ফলে এই সমস্ত সংস্থায় চাকরি পাওয়াটা তরুণ-তরুণীদের কাছে লটারি পাওয়ার মতোই।